চলচ্চিত্র ও টেলিভিশন জগতের নেপথ্যের কারিগরদের সম্মান জানাতে ফেডারেশনের তরফে অনুষ্ঠিত হল ‘উৎকর্ষ সম্মান’। সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swaroop Biswas) ভাবনায় শুরু হওয়া এই বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠানটি ১৪ ডিসেম্বর টেকনিশিয়ান স্টুডিয়োতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়চন্দ্র চন্দ্র, অভিজিত ঘোষ, সুজিত কুমার হাজরা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ-সহ ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা। সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।ফেডারেশন সূত্রে জানানো হয়েছে, পরিচালনা বা মেকআপের মতো বিভাগ বিভিন্ন পুরস্কারে স্বীকৃতি পেলেও আর্ট সেটিং, লাইটিং ও সাউন্ড ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ বিভাগের কর্মীরা দীর্ঘদিন ধরেই আড়ালে থেকে গিয়েছেন। ফেডারেশনের অন্তর্ভুক্ত ২৭টি গিল্ডের বহু টেকনিশিয়ানদের সেই অবদানকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ, যা ফেডারেশনের ৫৬ বছরের ইতিহাসে এই প্রথম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরূপ বিশ্বাস বলেন, “যাঁদের অক্লান্ত পরিশ্রমে ইন্ডাস্ট্রি এগিয়ে চলেছে, তাঁরা কখনও আলোয় আসেন না। তাঁদের সম্মান জানানোই আমাদের উদ্দেশ্য।”