শীতের সকাল আর তার মধ্যে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা ছিল অনেকটাই কম। আর তার ফলেই বিপত্তি। রবিবার সকালে হরিয়ানার (Hariyana) রেওয়াড়ি জেলায় ৩৫২ নম্বর জাতীয় সড়কে (National Highway) পরপর তিন থেকে চারটি বাস সামনে থাকা বাসকে ধাক্কা (Bus Accident) দেয়। এদিনের এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসগুলি রেওয়াড়ি থেকে ঝাজ্জার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। তবে আহতদের সংখ্যা এখনও পর্যন্ত নির্দিষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুজেট খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, হিসারে এদিন সকাল ৮টার দিকে ৫২ নম্বর জাতীয় সড়কের ধিকতানা মোডায় বাসের সাথে অন্যান্য যানবাহনের সংঘর্ষ হয়। কৈথাল রোডওয়েজের একটি বাস একটি ডাম্পার ট্রাকের সাথে সংঘর্ষের পর বাকি যানবাহনগুলিকেও ধাক্কা মারে। এই দুটি গাড়ির পিছনে আরেকটি বাসের ধাক্কা লাগে, যার পরে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলও ধাক্কা লাগে।
–
–
–
–
–
–
