G.O.A.T ইন্ডিয়া ট্যুরে রবিবাসরীয় দুপুরেই মুম্বইয়ে উপস্থিত হবেন লিওনেল মেসি (Lionel Messi)। শনিতে তেলেঙ্গানার স্টেডিয়ামে বাঁ পায়ের জাদু দেখানোর পর হায়দরাবাদেই রাত্রিবাস করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সূচি অনুযায়ী, রবিবার মুম্বই গিয়ে পৌঁছে দুপুর ৩.৩০টে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় যাবেন মেসি। সেখানে বিকাল ৪.৩০ মিনিটে ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তবে সব থেকে বড় চমক হচ্ছে, এই অনুষ্ঠানে শাহরুখ খানের (Shahrukh Khan)উপস্থিতি। কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে মেসি-শাহরুখকে একসঙ্গে দেখা না গেলেও মহানগরীতে দুজনের সাক্ষাৎ হয়েছে। ছেলে আব্রামের পাশাপাশি নিজেও ফুটবলের রাজপুত্রের সঙ্গে ছবি তুলেছেন বলিউড বাদশা। তবে এবার শোনা যাচ্ছে মায়ানগরীতেও সেই ‘পিকচার পারফেক্ট ফ্রেম’ পেতে পারেন দুই তারকার অনুরাগীরা। যদিও কিং খানের (Team SRK) টিমের তরফে এখনও পর্যন্ত নিশ্চিত করে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এদিনের বলিউড উপস্থিতি যে নিঃসন্দেহে মেসি ইভেন্টের বাড়তি আকর্ষণ তা বলাই বাহুল্য।
একনজরে মুম্বইয়ে আজ লিওনেল মেসির সূচি:-

- দুপুর ৩টে ৩০ মিনিট – ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় যাবেন মেসি।
- বিকাল ৪টে ৩০ মিনিট- ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন সচিন।
- বিকাল ৫টা থেকে রাত ৮টা -ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির সংবর্ধনা অনুষ্ঠান এবং খ্যাতনামীদের ফুটবল ম্যাচ। থাকতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী।
ওয়াংখেড়েতে মেসির অনুষ্ঠানের সূচি –

- • প্রীতি ফুটবল ম্যাচের ১৫ মিনিটের প্রথমার্ধের পর ১০ মিনিটের সঙ্গীতানুষ্ঠান রয়েছে। তারপর ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা।
- • ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার দেবেন মেসি।
- • ১০ মিনিটের পেনাল্টি শুটে অংশ নিতে দেখা যেতে পারে মেসি, সুয়ারেজ এবং ডি’পলকে।
- • ওয়াংখেড়েতে খুদেদের নিয়ে ৩০ মিনিটের একটি কোচিং ক্লিনিকে (প্রজেক্ট মহাদেব)অংশ নেবেন ফুটবলের রাজপুত্র। ৬০ জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
- • স্টেডিয়ামেই হবে চ্যারিটি ফ্যাশন শো। উপস্থিত থাকবেন জন আব্রাহাম, করিনা কপূর খান, জ্যাকি শ্রফ, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনি। এই অনুষ্ঠানেই কাতার বিশ্বকাপে মেসির একটি স্মারকের নিলাম হওয়ার কথা।
–

–

–

–

–

–

–
–


