Wednesday, January 28, 2026

মুম্বইয়ে ফের মেসি – শাহরুখ! ফুটবল কিংবদন্তীর মায়ানগরী সফরে বলিউডের সঙ্গে সচিন-রোহিত-ধোনি 

Date:

Share post:

G.O.A.T ইন্ডিয়া ট্যুরে রবিবাসরীয় দুপুরেই মুম্বইয়ে উপস্থিত হবেন লিওনেল মেসি (Lionel Messi)। শনিতে তেলেঙ্গানার স্টেডিয়ামে বাঁ পায়ের জাদু দেখানোর পর হায়দরাবাদেই রাত্রিবাস করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সূচি অনুযায়ী, রবিবার মুম্বই গিয়ে পৌঁছে দুপুর ৩.৩০টে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় যাবেন মেসি। সেখানে বিকাল ৪.৩০ মিনিটে ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তবে সব থেকে বড় চমক হচ্ছে, এই অনুষ্ঠানে শাহরুখ খানের (Shahrukh Khan)উপস্থিতি। কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে মেসি-শাহরুখকে একসঙ্গে দেখা না গেলেও মহানগরীতে দুজনের সাক্ষাৎ হয়েছে। ছেলে আব্রামের পাশাপাশি নিজেও ফুটবলের রাজপুত্রের সঙ্গে ছবি তুলেছেন বলিউড বাদশা। তবে এবার শোনা যাচ্ছে মায়ানগরীতেও সেই ‘পিকচার পারফেক্ট ফ্রেম’ পেতে পারেন দুই তারকার অনুরাগীরা। যদিও কিং খানের (Team SRK) টিমের তরফে এখনও পর্যন্ত নিশ্চিত করে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এদিনের বলিউড উপস্থিতি যে নিঃসন্দেহে মেসি ইভেন্টের বাড়তি আকর্ষণ তা বলাই বাহুল্য।

একনজরে মুম্বইয়ে আজ লিওনেল মেসির সূচি:-

  1. দুপুর ৩টে ৩০ মিনিট – ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় যাবেন মেসি।
  2. বিকাল ৪টে ৩০ মিনিট- ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন সচিন।
  3. বিকাল ৫টা থেকে রাত ৮টা -ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির সংবর্ধনা অনুষ্ঠান এবং খ্যাতনামীদের ফুটবল ম্যাচ। থাকতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী।

ওয়াংখেড়েতে মেসির অনুষ্ঠানের সূচি – 

  • • প্রীতি ফুটবল ম্যাচের ১৫ মিনিটের প্রথমার্ধের পর ১০ মিনিটের সঙ্গীতানুষ্ঠান রয়েছে। তারপর ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা।
  • • ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার দেবেন মেসি।
  • • ১০ মিনিটের পেনাল্টি শুটে অংশ নিতে দেখা যেতে পারে মেসি, সুয়ারেজ এবং ডি’পলকে।
  • • ওয়াংখেড়েতে খুদেদের নিয়ে ৩০ মিনিটের একটি কোচিং ক্লিনিকে (প্রজেক্ট মহাদেব)অংশ নেবেন ফুটবলের রাজপুত্র। ৬০ জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
  • • স্টেডিয়ামেই হবে চ্যারিটি ফ্যাশন শো। উপস্থিত থাকবেন জন আব্রাহাম, করিনা কপূর খান, জ্যাকি শ্রফ, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনি। এই অনুষ্ঠানেই কাতার বিশ্বকাপে মেসির একটি স্মারকের নিলাম হওয়ার কথা।

spot_img

Related articles

SIR: দিনে লক্ষ্যমাত্রা ৭-৮ লক্ষ! দ্রুত শুনানির নির্দেশ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে এবার তৎপরতা বাড়াল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য...

আনন্দপুর অগ্নিকাণ্ড: মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, ধৃত গোডাউন মালিক

আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি বড়সড় আর্থিক সাহায্য ও কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

‘নির্ভর’ করা মহিলা পাইলটের হাতেই মৃত্যু! অজিত পাওয়ারের সঙ্গেই নিশ্চিহ্ন তিন বিমানকর্মী

চারিদিকে ছড়িয়ে পোড়া বিমানের অংশ। তারই মধ্যে কোনওটি দেহাবশেষ। কোনওটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কাগজ। তারই মধ্যে ডিজিসিএ-র (DGCA) তদন্তকারী...

মেটিয়াবুরুজে উপচে পড়া ভিড়! সেবাশ্রয়-২ শিবিরের হালহকিকত খতিয়ে দেখলেন অভিষেক 

ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে চলছে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবির। বুধবার ডায়মন্ড হারবারের মেটিয়াবুরুজের আকড়া...