কলকাতায় মেসির ইভেন্টে চরম বিশৃঙ্খলার ঘটনার ঘটে। তার জেরে তদন্ত শুরু করেছে পুলিশ। বিধাননগরের পুলিশ নয় এবার থেকে এই ঘটনার তদন্ত শুরু করবে বিধাননগরের পুলিশ কমিশনাররেটের গোয়েন্দা বিভাগ। সোমবার সকাল থেকে জোর ততপরতা পুলিশের। যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ব্যাপক ক্ষতি হয়েছে, তাতে গ্রেফতার করা হল ৫জনকে।। সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ ।
গ্রেফতারের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে তলব করেছে পুলিশ। তারা শতদ্রু দত্তের (Shatadru Dutta) সহকারী ছিলেন। এদের মধ্যে আছেন লাল্টু দাস। এছাড়াও রয়েছেন শতদ্রুর আর চার সহকারী। প্রত্যেকের কী দায়িত্ব ছিল সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শতদ্রু দত্তের(Shatadru Dutta) সংস্থা বাদ দিয়েও আরও পাঁচটি সংস্থাকে তলব করতে চলেছে পুলিশ।তাদের সঙ্গে কার এগ্রিমেন্ট হয়েছিল, কী ছিল সেই এগ্রিমেন্টে, কত জিনিস চাওয়া হয়েছিল, কী কী লাগবে এরকম একাধিক প্রশ্ন জানতে তলব করা হয়েছে।

টিকিট নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে, হয়েছে। পুলিশ সূত্রে খবর, ৩৪ হাজার ৬৩২ টি টিকিট অনলাইনে বিক্রি হয়। কমপ্লিমেন্টারি টিকিট ও কর্পোরেট টিকিট কত বিক্রি হয়, কত সংখ্যক দর্শক এসেছিল, সেসব জানারও চেষ্টা চলছে।এই নিয়ে গ্রেফতার হওয়া শতদ্রুকে জেরা করা হচ্ছে।

পুলিশ জলের বোতল বিক্রির অনুমতি নেয়নি। কিন্তু রাতের অন্ধকারে স্টেডিয়ামে জলের বোতল ও খাবার ঢোকানো হয়। যা চড়া দামে বিক্রি করা হয় ইভেন্টের সময়। এই বিষয়েও তদন্ত হচ্ছে।

আইএফএ বা ফেডারেশনের অনুমতি নেওয়া হয়নি এই অনুষ্ঠান আয়োজনের। কিন্তু ফিফার গাইড লাইনে নিয়ম রাজ্য বা দেশের ফুটবল সংস্থার অনুমতি নেওয়ার।

–

–

–

–



