Tuesday, December 16, 2025

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

Date:

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলে খেলা ১৬ জন রয়েছেন। বিদেশের বিভিন্ন জাতীয় দলে খেলা ৯৬ জন ক্রিকেটার নামছেন নিলামে। এ ছাড়া ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটারদেরও রাখা হয়েছে নিলামের তালিকায়।

এই নিলামের(IPL Mini Auction) সবচেয়ে আলোচিত দিক হলো দলগুলোর হাতে থাকা বাজেট। কলকাতা নাইট রাইডার্স(KKR)  নিলামে নামছে সর্বোচ্চ ৬৪.৩ কোটি টাকা নিয়ে যা যেকোনো আইপিএল মিনি-নিলামের ইতিহাসে অন্যতম বড় পার্স। ফলে একাধিক তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ থাকছে কেকেআরের হাতে।

এছাড়া সিএসকের পার্সে  রয়েছে ৪৩.৪ কোটি টাকা। এরপর যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ২৫ কোটি ৫০ লক্ষ, লখনউ সুপার জায়ান্টস ২২ কোটি ৯৫ লক্ষ এবং দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে ২১ কোটি ৮০ লক্ষ টাকা।এছাড়া রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে রয়েছে ১৬ কোটি ৪০ লক্ষ, রাজস্থান রয়্যালসের পকেটে রয়েছে ১৬ কোটি ৫ লক্ষ টাকা ও গুজরাট টাইটান্সের কাছে রয়েছে ১২ কোটি ৯০ লক্ষ। পঞ্জাব কিংসের বাজেট ১১ কোটি ৫০ লক্ষ টাকা। সবচেয়ে কম অর্থ নিয়ে নিলামে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়নদের হাতে আছে মাত্র ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

আইপিএলের নিলামের প্রাথমিক তালিকাতে ছিল না অভিমন্যু ঈশ্বরণের মাম। তবে শেষ মুহূর্তে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই।তাঁর ন্যূনতম দাম রাখা হয়েছে ৩০ লাখ টাকা। বিসিসিআই সূত্রে খবর, একটি দলের আগ্রহেই ঈশ্বরণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার নিলাম ভারতীয় সময় অনুসারে দুপুর ২:৩০ থেকে শুরু হবে। টিভিতে নিলামের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে হবে, যেখানে লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্যাপে দেখা যাবে।

Related articles

আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে...

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...
Exit mobile version