Tuesday, December 16, 2025

মেসির হাতে টিম ইন্ডিয়ার জার্সি, তারকা সমাবেশে সফল আয়োজন দিল্লির

Date:

হায়দরাবাদ, মুম্বইয়ের পরে এবার দিল্লিতে সফলভাবে আয়োজিত হল মেসির (Messi)গোট ইভেন্ট। বিমানবিভ্রাটের জন্য সোমবার নির্ধারিত সময়ের কিছুটা পরেই রাজধানীতে আসেন বিশ্ব ফুটবলের রাজপুত্র।  দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হল মেসির ইভেন্ট। শুরুতে মেসি অল ষ্টার একাদশ বনাম মেসি একাদশের একটি প্রদর্শনী ম্যাচ হল।

স্টেডিয়ামে প্রবেশ করলেন ফুটবলের রাজপুত্র। মেসিকে(Messi) সামনে দেখেই গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। মেসির সঙ্গে মাঠে প্রবেশ করলেন দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং ডি-পল। হায়দরাবাদ, মুম্বইয়ের চিত্রনাট্যই দেখা গেল দিল্লিতে। সেখানেও বাচ্চাদের সঙ্গে মজাদার ভাবেই বল পায়ে মাঠে নামলেন মেসি সুয়ারেজরা। এরপর গোটা মাঠ প্রদক্ষিণ করলেন এবং একের পর এক বল গ্যালারিতে পাঠালেন।।

না এখানেও ছিল না ছবি তোলার হুড়োহুড়ি বা অবাঞ্ছিতদের ভিড়। দর্শকদের  মেসিকে দেখতে কোনও অসুবিধা হল না। মাঠের মাঝখানেই মঞ্চ প্রস্তুত ছিল সেখানে উঠলেন মেসি সুয়ারেজরা। বেশ কিছুক্ষণ ধরে দর্শকদের উদ্দেশ্যে হাত নারলেন তাদের অভিবাদন গ্রহণ করলেন।

এরপর মঞ্চে একে একে প্রবেশ করলেন অতিথিরা। মেসি-সুয়ারেজ-দি পলদের হাতে ভারতীয় ক্রিকেট দলের জার্সি তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সঙ্গে ক্রিকেটারদের সই করা একটি ব্যাট। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মেসি ইভেন্টে উপস্থিত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা।

এক মঞ্চে দেখা গেল বাইচুং এবং মেসিকে। আর্জেন্টিনা অধিনায়কের হাতে উদ্বোধন হলো দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের টিকিটের। এরপর মাইক গেল মেসির হাতে, সেখানে তিনি বেশি আনন্দের সঙ্গেই জানালেন এখানে এসে তিনি কতটা খুশি, এবার দর্শকদেরই ভালোবাসা তাঁর কাছে অনেক বড় প্রাপ্তি।

বিমান বিভ্রাটের কারণে মেসির স্টেডিয়ামে আসতে ছিল দেরি হয়েছিল তাই বেশিক্ষণ মাঠে থাকলেন না কিন্তু তার মধ্যেই জনতার হৃদয় জিতে নিলেন মেসি। যেমন হাসিমুখে মাঠ ছাড়লেন তেমনই দর্শকরাও যেন সব পেয়েছির আনন্দে মাতোয়ারা হলেন।

চারটি শহরে গোট ইভেন্ট হল তার মধ্যে একমাত্র কলঙ্কিত হল কলকাতা, বাকি তিনটি শহর সাফল্যের সঙ্গেই ইভেন্ট সম্পন্ন করল।  সংবাদ সংস্থা এনআইএ সূত্রের খবর, আজ রাতে বনতারায় যেতে  পারেন মেসি এবং তাঁর সতীর্থরা।

Related articles

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...
Exit mobile version