Thursday, January 8, 2026

শুভশ্রীকে কুরুচিকর ট্রোল! থানায় অভিযোগ দায়ের রাজের

Date:

Share post:

দোষের মধ্যে একটাই, মেসির সাথে ছবি তোলা। সেই নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলের বন্যা বয়ে গিয়েছে শুভশ্রীকে নিয়ে। এই অবস্থায় পাশে দাঁড়ালেন পরিচালক-অভিনেতা ও বিধায়ক স্বামী রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। টিটাগড় থানায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly )নামে নেটদুনিয়া জুড়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালেন রাজ(Raj Chakraborty)।

রাজ এই বিষয়ে জানিয়েছেন টিটাগড় থানায় অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন তিনি কারণ একজন মহিলাকে যে ভাবে অপদস্থ হতে হয়েছে শুধুমাত্র ছবি তোলার জন্য তাঁর প্রতিবাদ জানানো দরকার ছিল। এর নেপথ্যে রাজনৈতিক উস্কানি রয়েছে তাই আর কাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সেই বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। এতে পুলিশি তদন্তে সমস্যা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

শনিবার যুবভারতীতে উপস্থিত ছিলেন শুভশ্রী। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবেই তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু সেই উপস্থিতিই যেন অভিশাপ হয়ে গেল। নিজের সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করার পর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তীরের বেগে ছুটে এল ব্যঙ্গ, বিদ্রুপ আর কদর্য মিম। বহু মানুষ টাকা দিয়েও মেসিকে দেখতে পেলেন না, সেখানে ক্ষোভ আসাটাই স্বাভাবিক। কিন্তু সব ক্ষোভ একজন অভিনেত্রীর ওপরেই কেন এই প্রশ্নই এবার প্রকাশ্যে তুলে ধরলেন রাজ চক্রবর্তী।

এর আগেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ”যুবভারতীর অরাজকতা অনভিপ্রেত, লজ্জাজনক এবং ফুটবলপ্রেমী বাঙালির প্রতি চরম অসম্মান। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে অতীত অভিজ্ঞতা থাকার পরও কীভাবে এত বড় ইভেন্টের পরিকল্পনায় এমন মারাত্মক ফাঁক রয়ে গেল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। আয়োজকেরা কি মেসির বিপুল জনপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? দোষীদের শাস্তি তিনি চান, কারণ সেদিন আঘাত পেয়েছে বাঙালির আবেগ।”

শুভশ্রীর প্রসঙ্গে রাজ বলেন, বিশৃঙ্খলার মধ্যেই তিনি আমন্ত্রিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রতিনিধি হিসেবে। অথচ সেই উপস্থিতির খেসারত দিতে হচ্ছে তাঁকেই। অভিনেত্রী বলে কি তিনি মেসির ভক্ত হতে পারেন না। একজন মানুষের পরিচয় একমাত্র পেশায় সীমাবদ্ধ নয়। শুভশ্রী কখনও মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও বন্ধু, কখনও অভিনেত্রী— আবার কখনও নিছক একজন ভক্ত। সব পরিচয়ের ঊর্ধ্বে তিনি একজন মানুষ।

spot_img

Related articles

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন।...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...