সোমবার মেসির ভারত সফরের শেষ দিন। কলকাতা, হায়দরাবাদ, মুম্বইয়ের পর মেসির শেষ গন্তব্য রাজধানী দিল্লি(Delhi)। শেষ দিনেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে ফুটবলের রাজপুত্রের। এদিন সকালেই দিল্লিতে পৌঁছানোর কথা ছিল গিয়েছেন মেসি-সুয়ারেজ-দি পল। কিন্তু রাজধানীতে বিমান বিভ্রাটের কারণে তাদের আগমনের সময় পিছিয়ে গিয়েছে।
সোমবার সকালেই দিল্লিতে আসার কথা ছিল মেসির, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে মুম্বই থেকে তাঁর ব্যক্তিগত বিমান উড়তে পারেনি। দুুপুর পর্যন্ত মুম্বই বিমানবন্দরেই আছেন মেসি। কমপক্ষে ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দিল্লি বিমানবন্দরে ৩০০টিরও বেশি ফ্লাইট লেট হয়েছে।কম দৃশ্যমানতার কারণে দিল্লি থেকে আসা ও ছেড়ে যাওয়া ৯০টিরও বেশি ট্রেন ছয় থেকে সাত ঘন্টা বিলম্বিত হয়েছে।

দিল্লিতে হোটেল লীলা প্যালেসে থাকবেন মেসি(Messi)। সূত্রের খবর, এই হোটেলে মেসির(Messi) জন্য একটি বিশেষ ক্লোজড-ডোর ‘মিট অ্যান্ড গ্রিট’ প্রোগ্রামও রাখা হয়েছে। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, কিছু কর্পোরেট গোষ্ঠী মেসির(Messi) সঙ্গে দেখা করার জন্য প্রায় ১ কোটি টাকা পর্যন্ত খরচ করছে।

কলকাতায় হোটেলে মেসির সঙ্গে ছবি তোলার খরচ ছিল ১০ লক্ষ। দিল্লিতে খরচ ১ কোটি। , মেসির সঙ্গে একটি হ্যান্ডশেকের জন্য খরচ করা হচ্ছে কোটি টাকা পর্যন্ত!জানা গিয়েছে, রাজধানীতে প্রধানমন্ত্রী মোদি, ভারতের প্রধান বিচারপতি, কয়েকজন সাংসদ এবং কয়েকজন ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ হবে মেসির।

হোটেল পর্ব শেষে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যাবেন মেসি। সেখানে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেবেন। সেখানে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করার কথা মেসি এবং তাঁর সতীর্থদের। তারপর রয়েছে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে। সেখানে রোহিত শর্মা, সুমিত আন্তিল, নিখাদ জারিনের মতো ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাত ৮টার সময় ব্যক্তিগত বিমানে ভারত ছাড়বেন মেসি।

–

–

–

–

–


