Friday, January 9, 2026

এসআইআরের পর বঙ্গে প্রকাশিত ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা

Date:

Share post:

রাজ্যে এসআইআরের (SIR) কাজ শেষ, সুচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রকাশিত হল ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা (Draft Voter list)। নির্বাচন কমিশনের (Election Commission) দেওয়া নির্দিষ্ট দুটি ওয়েবসাইটে নিজেদের এপিক নম্বর, রাজ্য, ভাষা বেছে নিয়ে ক্যাপচা দিলেই তালিকায় নাম রয়েছে কিনা তা জানা যাচ্ছে। এদিন সকালেই বাদ যাওয়া নামের তালিকা প্রথমে প্রকাশ করা হয়। খসড়া তালিকা থেকে নাম মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বুথ অর্থাৎ মিত্র ইনস্টিটিউশনের তালিকায় ১২৭ জনের নাম বাদ গেছে বলে জানা গেছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে বুথ অর্থাৎ নন্দীগ্রামে যে বুথে তিনি ভোট দেন সেখানে ১১ জনের নাম বাদ পড়েছে বলে খবর মিলেছে। বিএলওরা ইতিমধ্যেই বুথে বুথে পৌঁছে গেছেন। তাঁদের কাছে গিয়েও হার্ডকপি দেখে নেওয়া যাবে। বুথ লেভেল অফিসাররা জানিয়েছেন, তালিকায় যাঁদের নাম নেই তাঁরা যদি উপযুক্ত নথি দেখাতে পারেন সেক্ষেত্রে ফর্ম সিক্স ফিল আপ করতে হবে। যদিও হিয়ারিং প্রক্রিয়া ঠিক কবে থেকে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়।

নির্বাচন কমিশনের দেওয়া দুটি ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR অথবা https://electoralsearch.eci.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করলে এপিক নম্বর ও রাজ্যের নাম দেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে। তারপর রয়েছে ক্যাপচা কোড। সবকিছু সঠিকভাবে দিয়ে সাবমিট করলে তালিকায় নাম রয়েছে কিনা সেটা দেখা যাচ্ছে। তবে যেহেতু ৯৮ লক্ষে বেশি নাম বদল হয়েছে তাই পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকায় (Draft voter list) সিরিয়াল নাম্বারের পরিবর্তন ও আপডেট লক্ষ্য করা যাবে। এছাড়া ECINET অ্যাপ যাঁরা ব্যবহার করছেন তাঁরা লগইন করলেই সবুজ রঙের একটি ফাঁকা জায়গায় লেখা ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’। তাতে ‘ক্লিক’ করলে নতুন পাতা খুলে যাবে। তারপর ক্লিক করতে হবে ‘ভোটার আইডি/এপিক’ অপশনে। সেটিতে ক্লিক করলে নিচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটি জায়গা থাকবে।

spot_img

Related articles

আজ মতুয়াগড়ে অভিষেক, রানাঘাটের রণসংকল্প সভার পর পুজো দেবেন ঠাকুরবাড়িতে 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার...

খুনের হুমকি পেলেন রাজ্যপাল বোস! বাড়ল লোকভবনের নিরাপত্তা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose)খুনের হুমকি! বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের মেল আইডিতে একটি মেসেজ আসে...

গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত ২ নম্বর স্নান ঘাটের একাধিক ছাউনি!

ভোররাতে গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire breaks out in Gangasagar Mela complex)। একের পর এক প্লাস্টিকের অস্থায়ী ছাউনি...

আইপ্যাকে ED অভিযানের প্রতিবাদ করায় রাজধানীতে তৃণমূল সাংসদদের আটক দিল্লি পুলিশের 

তৃণমূলের নথি চুরি করতে কলকাতায় আইপ্যাকের (IPAC) অফিসে অভিযান চালিয়েছিল ইডি, প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের বাইরের ধর্না...