মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। জেলা ও বিধানসভা দিয়ে সার্চ করলে এই তালিকা দেখা যাবে। এপিক নম্বর, নাম, বয়সের পাশাপাশি কেন নাম বাদ পড়েছে সেই কারণটিও তালিকায় উল্লেখ করা রয়েছে। রয়েছে মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত ভোটারদের নামও। প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গেছে বলে জানা গেছে।যাঁদের নাম নেই তাদের শুনানির জন্য খুব তাড়াতাড়ি ডাকা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
- ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ মৃত ভোটার
- খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৮ ভোটারের
- অনুপস্থিত ছিলেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ ভোটার
- ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জনের নাম
–

–

–

–

–

–

–

–

–


