Friday, January 30, 2026

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার ইচ্ছে প্রকাশের চিঠি প্রকাশ্যে। চিঠির তারিখ অনুযায়ী, ১৫তারিখই পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সেই চিঠি নিজের স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী। নিরপেক্ষ তদন্তের স্বার্থে পদ থেকে অব্যাহতি দিতে চেয়েছেন ক্রীড়ামন্ত্রী। বাম জমানায় এই নজির নেই-সাফ জানান কুণাল।

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় পরেই এই বিষয় নিয়ে ক্ষমা চেয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এক পর এদিন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের শোকজ করা হয়। তার পরেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী (Arup Biswas)। মুখ্যমন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এই বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় কুণাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। যথাযথ তদন্তের ব্যবস্থা করেছেন। সরকার যা ব্যবস্থা নিচ্ছে, জানিয়ে দিয়েছে। বাম জমানার প্রসঙ্গে তুলে কুণাল বলেন, সিপিএম (CPIM) জমানায় ১৯৮০ সালে ১৬ অগাস্ট ইডেনে (Eden) মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohan Bagan-East Bengal) ম্যাচে ১৬ জনের মৃত্যু হয়। ১৯৯৬সালে ইডেন ক্রিকেটের বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। দেশের মুখ পোড়ে। কিন্তু বাম সরকারে সেই সময়ের ক্রীড়া বা পুলিশ মন্ত্রীরা কোনও দায় নেননি। বাম সরকারও কোনও ব্যবস্থা নেয়নি। যদিও এবার যুবভারতীতে বৃহত্তর ষড়যন্ত্র থাকার সম্ভাবনা প্রবল, তবু মুখ্যমন্ত্রী যথাযথ তদন্ত করিয়ে রাজধর্ম পালন করেছেন। এটা একমাত্র তিনিই করেন।

spot_img

Related articles

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ...

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...