ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে গেল। সোমের পর মঙ্গলেও ঊর্ধ্বমুখী পারদ। সকাল থেকে শীতের শিরশিরানি কম। বেলা বাড়তে দেখা গেল রোদটা যথেষ্ট চড়া লাগছে গায়ে। যদিও দুপুরের দিকে খানিকটা হাওয়া দিলেও তাতে জমিয়ে শীত উপভোগ করার উপায় নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) আগামী এক সপ্তাহে ১৫ ডিগ্রির নিচে নামার কোনও সম্ভাবনাই আপাতত দেখতে পাচ্ছেন না আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) কর্তারা।
মহানগরীতে এদিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, রাতে অবশ্য কিছুটা নিম্নমুখী পারদ। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। আগামী বুধবার না গাছ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এ রাজ্যে প্রবেশ করতে পারে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পার্বত্য জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পাশাপাশি পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ সংলগ্ন এলাকায় সকাল-রাতে কুয়াশার প্রভাব থাকবে।

–

–

–

–

–

–

–

–


