Wednesday, December 17, 2025

মঙ্গলের ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ, মৃত বেড়ে ১৩

Date:

Share post:

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। সকালের আলো ভালো করে ফোটার আগেই রাত ভোর ৪টে নাগাদ এগারোটি গাড়ির মধ্যে সংঘর্ষ। ৮টি বাস ও ৩টি ছোট গাড়ির দুর্ঘটনার জেরে একাধিক বাস ও গাড়িতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু অন্তত ১৩ যাত্রীর। জখম হয়েছেন অন্তত ৭৫ জন। ঘন কুয়াশার ফলেই এমন দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। এদিনের ঘটনার সময় দৃশ্যমানতা একেবারেই ছিল না। মথুরার পুলিশ সুপার শ্লোক কুমার সিং (Mathura police super) এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, যমুনা এক্সপ্রেসওয়ের আগ্রা-নয়ডা ক্যারেজওয়েতে দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার জন্য কমে যায় দৃশ্যমানতা আর তার জেরেই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে একটি বাসের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। কুয়াশার ফলে ওই বাস কিছুই দেখতে না পায়নি। বাসের ধাক্কাতে রাস্তার দু’দিক থেকে আসা বাস ও গাড়ির একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং সেগুলিতে আগুন ধরে যায়।

আগুন লেগে যাওয়ায় বাস ও গাড়িগুলিতে আটকে পড়েন বহু যাত্রী। খবর পেয়ে যাত্রীদের উদ্ধারে ছুটে আসে পুলিশ ও দমকল। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান। দ্রুত একাধিক দমকলের ইঞ্জিনঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ও উদ্ধার করা হয় যাত্রীদেরও। প্রায় ২৫ জনকে মথুরা এবং প্রতিবেশী জেলাগুলোর হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জরুরি কর্মীরা ধ্বংসাবশেষ সরানোর কারণে এক্সপ্রেসওয়ের ক্ষতিগ্রস্ত অংশে কয়েক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। ঘন কুয়াশার মধ্যে দুর্ঘটনার কারণ এবং ঘটনার ক্রম নিশ্চিত করার জন্য একটি তদন্ত শুরু করা হয়েছে। এই দুর্ঘটনার সময় উত্তরপ্রদেশের বেশ কয়েকটি অংশে সোমবার সকালে ঘন কুয়াশা ও ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা তীব্রভাবে কমে গিয়েছিল। আগ্রা ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল, যার ফলে তাজমহল কয়েক ঘণ্টা ধরে অদৃশ্য ছিল। বারাণসী, প্রয়াগরাজ, মৈনপুরী এবং মোরাদাবাদ থেকেও একই ধরনের অবস্থার খবর পাওয়া গেছে, যেখানে খারাপ দৃশ্যমানতার কারণে যাত্রীরা ধীর গতিতে চলতে বাধ্য হন। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনুসারে, রাজ্যের বিভিন্ন অংশে বাতাসের গুণমান ভিন্ন ছিল, আগ্রায় যেখানে ‘খারাপ’ এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে, সেখানে নয়ডা ‘ভয়াবহ’ শ্রেণিতে নেমে এসেছে। সোমবার সকালে দিল্লিতেও বাতাসের গুণমান ‘ভয়াবহ’ ছিল, বিষাক্ত ধোঁয়াশার কারণে শহরের সর্বত্র দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল।

 

 

spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...