Thursday, January 29, 2026

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যের ব্যবসায়ী সমাজ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পোদ্যোগীদের সঙ্গে কথা বলবেন এবং তাঁদের উন্নয়নে রাজ্য সরকার কী কী নতুন পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে মতামত শুনবেন।

এই সম্মেলনের আয়োজন করছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস। আয়োজক সংগঠনের দাবি, রাজ্যের সমস্ত ২৩টি জেলা থেকে প্রায় ১২ হাজারের বেশি ব্যবসায়ী এই সম্মেলনে অংশ নেবেন। আয়োজকদের মতে, এই প্রথম রাজ্যে কোনও কার্যরত মুখ্যমন্ত্রী এত বড় পরিসরের ব্যবসায়ী সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছেন।

সম্মেলনে ব্যবসায়ী সমাজের ঐক্য, তাঁদের আর্থিক অবদান এবং রাজ্যের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ভূমিকা তুলে ধরা হবে। সংগঠনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ ব্যবসায়ী রয়েছেন, যাঁদের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক কোটিরও বেশি মানুষের জীবিকা নির্বাহ হয়। রাজ্যের সরবরাহ ব্যবস্থা, এমএসএমই ক্ষেত্র এবং রাজস্ব আয়ে এই ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ অবদানের কথাও আলোচনায় উঠে আসবে।

নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকেই ব্যবসায়ীদের বিভিন্ন দাবি, প্রশাসনিক জটিলতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখতে পারেন। ব্যবসার পরিবেশ আরও অনুকূল করতে কী ধরনের নীতিগত ও প্রশাসনিক সহায়তা প্রয়োজন, তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার ও ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ বজায় রাখাই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয়েছে। সম্মেলনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কর্মসূচিও থাকছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে কলকাতা পুলিশ ও ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রায় এক হাজার একশো হেলমেট বিতরণ করা হবে। নবান্নের বক্তব্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যবসায়ীদের সঙ্গে এই সরাসরি আলোচনা ভবিষ্যতে রাজ্যের শিল্প ও বাণিজ্য নীতিকে আরও বাস্তবমুখী ও কার্যকর করে তুলতে সহায়ক হবে।

আরও পড়ুন- সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...