রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে এই মর্মে পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গেছে শুক্রবার সকাল থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দ্বিতীয় ও তৃতীয় তলার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবে কেন্দ্রীয় বাহিনী। শুধু দফতর নয়, ওই দফতর কোনও আধিকারিক সরকারি গাড়ি নিয়ে বাইরে গেলেও তাঁর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানানো হয়েছে।
এস আই আর পর্বের শুরু থেকেই নির্বাচন দফতর এবং তার কর্মীদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপি সহ বিরোধী দল প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এস আই আর প্রক্রিয়া চালানোর দাবি জানিয়েছিল।বিএলও অধিকার রক্ষা কমিটি’র তরফে টানা সিইও অফিসের সামনে টানা বিক্ষোভ দেখানো শুরু হওয়ার পরে নিরাপত্তার প্রশ্ন আরো মাথা চাড়া দিয়ে ওঠে। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন বিক্ষোভকারীরা। সিইও অফিসে ধর্নাতেও বসেছিলেন তাঁরা। বামার লরিতে থাকা সিইও অফিসের ভিতরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।এসআইআর চলাকালীন একাধিক বিএলও-র মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় এসআইআর প্রক্রিয়াকে কাঠগড়ায় তুলে আন্দোলন শুরু করেছিল ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। বারবার বিক্ষোভ ও আন্দোলনের ঘটনায় সিইও অফিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বার সিইও অফিসের নিরাপত্তায় আনা হলো কেন্দ্রীয় বাহিনীকে। আরও পড়ুন: চাকরি বাতিলের প্রতিবাদে পাহাড়ে বিক্ষোভ: বন্ধ স্কুল, অচলাবস্থা কাটাতে বৈঠক অনীতের

–

–

–

–

–

–

–



