মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামে নেমেছিল কেকেআর(KKR)। ফলে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে দেদার হাতে খরচ করেছেন ভেঙ্কি মাইশোররা। ক্যামেরন গ্রিন থেকে মুস্তাফিজুর রহমানে দলে নিতে মোটা অঙ্কের দাম দিয়েছেন কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। কিন্ত প্রশ্ন পাথিরানা(matheesha pathirana)-মুস্তাফিজুরদের কি পুরো মরশুম পাওয়া যাবে
তবে মুস্তাফিজুর আইপিএলে পুরো মরশুম খেলতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। এপ্রিলে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। যদি তিনি টি-টোয়েন্টি দলে ডাক পান, তাহলে ১৬-২৩ এপ্রিল আইপিএল ম্যাচ খেলতে পারবেন না। মুস্তাফিজুরই বাংলাদেশ থেকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে নিলাম হওয়া ক্রিকেটার। প্রথমবার কেকেআরের হয়ে খেলবেন তিনি। ২০২৬ আইপিএলে শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় এবং মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি টাকায় দলে নিয়েছে।

প্রশ্ন উঠছে গত মরশুমে পাথিরানা ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন, কিন্তু তার ইকোনমি রেট ছিল অনেক বেশি। অন্যদিকে মুস্তাফিজুর আরও অভিজ্ঞ এবং আইপিএলে ভালো ফল দিয়েছেন। ২০১৬ সালে অভিষেকের পর ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন, টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৩০৮ ম্যাচে ৩৮৭ উইকেট। মুস্তাফিজুরের তুলনায় পাথিরানা কম স্থির এবং গত মরশুমে তার পারফরম্যান্সও খুব একটা ভালো ছিল না।

পাথিরানাকে নিয়ে প্রশ্ন তুলে ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত মনে করেন, পাথিরানা “হিট-অ্যান্ড-মিস” বোলার, তিনি বলেছেন, এত বড় দামে তাকে দলে নেওয়া নাইটদের জন্য ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে তারকা প্রথায় আস্থা রাখা কেকেআরের রণকৌশল নিয়ে অনেক প্রশ্ন।

–

–

–

–

–



