প্রতিকূল আবহওয়ার জন্য লখনউতে বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০ ম্যাচ(Lucknow T20I )। অতিরিক্ত দূষণ এবং ঘন কুয়াশার জন্য যোগী রাজ্যে ম্যাচ বাতিল করা হয়েছে। প্রশ্নের মুখে বোর্ড কর্তাদের সিদ্ধান্ত।
গোটা উত্তর ভারতের মতোই লখনউতেও বুধবার ছিল প্রবল দূষণ, তার সঙ্গে দোসর কুয়াশাও। সন্ধ্যার পর থেকেই কুয়াশার পারদ বাড়তে থাকে। কিন্তু আম্পায়রার রাত ৯.৩০ পর্যন্ত অপেক্ষা করেন, পাঁচ বার মাঠ পরিদর্শন করার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন।

পাণ্ডিয়ার মুখে মাস্ক পড়ে থাকেন। এমনকি কাগজের চাপ ছুঁড়ে দর্শকরা বিরক্তি প্রকাশ করতে থাকেন।যদিও পরিস্থিতি শেষ পর্যন্ত হাতের বাইরে যায়নি। কিন্তু আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রবিন উথাপ্পা এবং ডেল স্টেইন।

উথাপ্পা ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, “আম্পায়ারদের সিদ্ধান্ত আমাকে অবাক করছিল। কারণ রাত বাড়লে কুয়াশার পারদ আরও বাড়ত। আম্পায়াররা কী ভাবছেন সেটা আমরা জানি না। গত ৩০ মিনিটে কী এমন ঘটেনি যা পরের ৩০ মিনিটে হতে পারে, আমি ভাষাহীন।”

ডেল স্টেইন বলেন, “আমার মনে হয় একজন আম্পায়ারকে এনে জিজ্ঞেস করা উচিত হচ্ছেটা কী, ক্রিকেটারদের অকারণে অপেক্ষা করতে হচ্ছে। আমার সামনে দিয়ে কোনও আম্পায়র গেলে তাঁকে জিজ্ঞেস করব।”

যদিও মাঠে থাকা বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা( Rajiv Shukla) বলেছেন, “১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি কুয়াশা একটা বড় সমস্যা। আগামী দিনে সূচি তৈরির সময় এটা খেয়াল করতে হবে। ভারতের ভৌগোলিক অবস্থানের কারণে অন্যত্র ম্যাচ সরানোর সুবিধা আমাদের কাছে রয়েছে।”

–

–

–

–
–


