পর পর দুটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া। বাঁকুড়ার(Bankurah) বিষ্ণুপুরে (Bishnupur)চলন্ত বাইকে ধাক্কা মেরে উল্টে গেল বালিবর্তি ডাম্পার , ডাম্পারের তলায় চাপা পড়ে মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। মৃতের নাম অভিজিৎ নন্দী। তার বাড়ি গোপালপুর এলাকায়। ঘটনাটি ঘটে বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ের কাছে। অন্যদিকে বাইক চালক প্রদীপ পাল গুরুতর আহত হয়েছেন।
জানা গিয়েছে, , বৃহস্পতিবার রাতে ভগৎ সিং মোড়ের ঘটে ঘটনাটি। এইদিন বালিভর্তি ডাম্পারটি ভগৎ সিং মোড় থেকে বিড়াই মোড়ের দিকে যাচ্ছিল বিষ্ণুপুর(Bishnupur) বাইপাস দিয়ে। সেইখানে উপস্থিত থাকা মানুষদের দাবি, বালি ভর্তি ডাম্পারটির গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি একটি বাইকে ধাক্কা মারে। তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ডাম্পারটি।

প্রত্যক্ষদর্শী দের দাবি ঠিক সেই সময়ে চায়ের দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন অভিজিৎ নন্দী। তিনি ছিলেন স্থানীয় যুবক। ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর অভিজিৎ নন্দী তার তলায় চাপা পড়ে যায়। সঙ্গেসঙ্গে মৃত্যু হয় অভিজিতের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টার পর ডাম্পারের তলা থেকে অভিজিতের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। ডাম্পারের চালককে আটক করা হয়েছে এবং সে মদ্যপ অবস্থায় ছিল কিনা সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে আর এক চলন্ত লরির ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পর্যটন গাড়িতে। ফলে লরির চালকের সঙ্গে বচসা বাঁধে। সেই মুহূর্তে গাড়ির চালককে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় লরির চালক। ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মড়ার ১ নম্বর ক্যাম্প এলাকায়। স্থানীয় লোকজন তাড়া করে লরিটিকে আটক করে চালককে বেধড়ক মারে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহত লরি চালক ও পর্যটকদের গাড়ির চালককে উদ্ধার করে পুলিশ। তারপর বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পর্যটকরা ছিলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এলাকার। তারা গেছিলেন ঝাড়খণ্ডের দেহঘরে। সেখান থেকে দিঘায় যাচ্ছিলেন। আর খাওয়ায় জন্য দাঁড়িয়ে ছিলেন বিষ্ণুপুর থানার মড়ার ১ নং ক্যাম্পের সামনে রাস্তায়। সেই সময়েই ঘটে এই মর্মান্তিক ঘটনা। অমানবিক আচরণের জন্য লরির চালকের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।

_

_

_

_



