প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে অশান্ত বাংলাদেশের (Bangladesh) সঙ্গে তাল মিলিয়ে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপির নেতারা। বিজেপি মিডিয়া সেল ইনচার্জ অমিত মালব্য (Amit Malviya) কোনও যুক্তি ছাড়াই বাংলাদেশের মতো পরিস্থিতি বাংলায় হবে – বলে আগুন ছড়ানোর চেষ্টা চালান। এবার সেই সোশ্যাল মিডিয়া পোস্টের (social media post) ভিত্তিতে পুলিশে অভিযোগ দায়ের করল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।
সোশ্যাল মিডিয়া পোস্ট করে ২০২৬-এর আগে বাংলায় হিংসা ছড়ানোর চেষ্টা চালান অমিত মালব্য (Amit Malviya)। এবার নরেন্দ্রপুর থানায় (Narendrapur police station) সেই পোস্টের ভিত্তিতে অভিযোগ দায়ের করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র তন্ময় ঘোষ। অভিযোগে দাবি করা হয়, যে পোস্ট অমিত মালব্য করেছেন, তাতে দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশ প্রসঙ্গ টেনে বাংলায় হিংসা ছড়াচ্ছে বিজেপি: পুলিশি পদক্ষেপের দাবি কুণালের

সেই সঙ্গে নিজের পোস্টে বাংলায় ২০২৬ সালে বাংলায় তৃণমূলের সরকার নিয়ে বিদ্বেষমূলক কথা তুলে ধরেন মালব্য। সেই মন্তব্যকে বাংলার প্রতি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি অসম্মানের দাবি করেন তন্ময়। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে এর বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

–

–

–

–

–

–


