Saturday, December 20, 2025

ভোটার তালিকার শ্বশুরের নাম! ভুল সংশোধন না হওয়ায় মানসিক চাপে মৃত্যু আউশগ্রামে

Date:

Share post:

ভোটার তালিকায় বাবার নামের জায়গায় ভুল করে শ্বশুরের নাম নথিভুক্ত হয়ে যাওয়ায় দীর্ঘ দিন ধরে মানসিক চাপে ভুগছিলেন তিনি। বারবার আবেদন করেও সংশোধন না হওয়ায় অবসাদে ভেঙে পড়েন পূর্ব বর্ধমানের আউশগ্রামের কল্যাণপুর গ্রামের বাসিন্দা ভাস্কর মুখোপাধ্যায় (৫৪)। শনিবার সকালে নিজের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ভাস্কর মুখোপাধ্যায়ের আদি বাড়ি হুগলির চন্দননগরে। ২০০৪ সালে আউশগ্রামের কল্যাণপুর গ্রামের বাসিন্দা, অবসরপ্রাপ্ত শিক্ষক সুবিমল সরকারের মেয়ে সোমাদেবীর সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। স্থানীয়ভাবে একটি মুদি দোকান চালিয়েই সংসার চলত। বিয়ের পর আউশগ্রামের ভোটার হিসেবেই তাঁর নাম নথিভুক্ত ছিল। কিন্তু ভোটার তালিকায় বাবার নাম পঞ্চানন মুখোপাধ্যায়ের পরিবর্তে ভুলবশত শ্বশুর সুবিমল সরকারের নাম উঠে আসে।

মৃতের পরিবার সূত্রে দাবি, এই ভুল সংশোধনের জন্য একাধিকবার আবেদন করা হলেও কোনও ফল হয়নি। সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকার খসড়াতেও একই ভুল থেকে যায়। এর ফলে ভাস্করবাবু আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যান। পরিবারের অভিযোগ, সাম্প্রতিক নাগরিকত্ব সংক্রান্ত আতঙ্ক এবং প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে না পারার আশঙ্কা তাঁকে গভীর অবসাদে ঠেলে দেয়। চন্দননগরে গিয়েও পুরনো নথির খোঁজ না মেলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি।

শনিবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঘরে অচেতন অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হলে গুসকরা ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয়দের একাংশের মতে, পারিবারিক কিছু অশান্তিও এর নেপথ্যে থাকতে পারে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – বড়দিনে কঠোর নজরদারি! অগ্নিগর্ভ বাংলাদেশের আঁচ কলকাতায় রুখতে সতর্কবার্তা মনোজ ভার্মার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সুকান্তের মুখে নাগরিকত্বের টোপ! কড়া জবাব তৃণমূলের 

পশ্চিমবঙ্গে ভোটের আগেই মানুষকে বিভ্রান্ত ও ব্যস্ত রাখতে বিজেপির নানান কৌশলের কথা প্রকাশ করেছে তৃণমূল। এর মধ্যে একটি...

প্রয়াত বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর উপ-প্রধান এ কে খন্দকার, বয়স হয়েছিল ৯৬

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রয়াত হলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর উপ-প্রধান এ কে খন্দকার। দীর্ঘদিন ধরেই বার্ধত্যজনিত অসুস্থতায়...

‘ধুরন্দর’২ ছবিতে আদৌ প্রকাশ্যে আসবে কুখ্যাত এই গ্যাংস্টার?

‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে আর তারপর থেকেই দর্শকদের মনে একটিই প্রশ্ন— কে এই ‘বড়ে...

মাঠে ঢোকার অনুমতি বাড়িয়েছিল আয়োজকরাই: শতদ্রুর জবানিতেও সিট-র চাপ বাড়ছে

লিওনেল মেসির যুবভারতীর অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা তৈরি হয় তাতে মুখ পুড়েছে গোটা বাংলার। যে আয়োজন হায়দ্রাবাদ, মুম্বই বা...