Saturday, December 20, 2025

মোদি সরকারকে শিক্ষা! মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম হল ‘মহাত্মা-শ্রী’

Date:

Share post:

একশো দিনের কাজের প্রকল্প থেকে নাম সরিয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার জাতির জনককে অপমান করেছে। মোদি সরকারকে শিক্ষা দিয়ে বাংলার কর্মশ্রী প্রকল্পের নাম পরিবর্তনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো শনিবার বিজ্ঞপ্তি (Notice) জারি করল রাজ্য সরকার। ‘কর্মশ্রী’ প্রকল্পের পরিবর্তিত নাম হল ‘মহাত্মা-শ্রী’।

একশো দিনের প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত রাজ্যের জব কার্ডধারী শ্রমিকদের ন্যূনতম কর্মসংস্থান নিশ্চিত করতে ‘কর্মশ্রী’ প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার তাদের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম সরিয়ে দেওয়ার তীব্র নিন্দা করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ঘোষণা করেন রাজ্যের একশো দিনের কাজের প্রকল্প হবে মহাত্মা গান্ধীর নামাঙ্কিত। সেই মতো পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যের গ্রামীণ এলাকায় অদক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও স্পষ্ট ও সুসংহত করতেই এই নামকরণ ও সংশোধন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘মহাত্মা-শ্রী’ প্রকল্পের আওতায় ‘মহাত্মা গান্ধী নরেগা প্রকল্পে’র জব কার্ডধারী প্রতিটি পরিবারকে বছরে অন্তত ১০০ দিনের মজুরি ভিত্তিক কাজ দেওয়াই মূল লক্ষ্য। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মাধ্যমে এই কাজগুলি বাস্তবায়িত হবে। মার্চ ২০২৪-এ জারি হওয়া আগের বিজ্ঞপ্তির সব বিধান অপরিবর্তিত থাকছে, শুধু প্রকল্পের নাম ও উদ্দেশ্য নতুন করে স্পষ্ট করা হয়েছে। 

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। গ্রামীণ অবকাঠামো, উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন দফতরের প্রকল্পে জব কার্ডধারীদের যুক্ত করে কর্মসংস্থান তৈরি করা হচ্ছে। নতুন নামকরণের মাধ্যমে প্রকল্পটির সঙ্গে মহাত্মা গান্ধীর আদর্শকে আরও সরাসরি যুক্ত করার বার্তাই দিতে চাইছে রাজ্য সরকার।
আরও খবর: মোদির মুখে ‘অনুপ্রবেশকারী’: SIR-এর উল্লেখ করে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ তৃণমূলের

রাজ্যের বক্তব্য, কেন্দ্রের মনরেগা প্রকল্পের সমস্ত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে রাজ্যের নিজস্ব উদ্যোগে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করতেই ‘মহাত্মা-শ্রী’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাজের সুযোগ, নিয়মিত মজুরি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি আনার লক্ষ্যে এই প্রকল্পকে আরও জোরদার করা হবে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত।

spot_img

Related articles

প্রয়াত বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর উপ-প্রধান এ কে খন্দকার, বয়স হয়েছিল ৯৬

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রয়াত হলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর উপ-প্রধান এ কে খন্দকার। দীর্ঘদিন ধরেই বার্ধত্যজনিত অসুস্থতায়...

‘ধুরন্দর’২ ছবিতে আদৌ প্রকাশ্যে আসবে কুখ্যাত এই গ্যাংস্টার?

‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে আর তারপর থেকেই দর্শকদের মনে একটিই প্রশ্ন— কে এই ‘বড়ে...

মাঠে ঢোকার অনুমতি বাড়িয়েছিল আয়োজকরাই: শতদ্রুর জবানিতেও সিট-র চাপ বাড়ছে

লিওনেল মেসির যুবভারতীর অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা তৈরি হয় তাতে মুখ পুড়েছে গোটা বাংলার। যে আয়োজন হায়দ্রাবাদ, মুম্বই বা...

মোদির সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে অভিষেকের নির্দেশ তৃণমূল প্রতিনিধিদল

লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেওয়া। কিন্তু সেই যাত্রাই যে শেষ যাত্রা হবে, তা কল্পনাও করতে পারেননি মুর্শিদাবাদের...