Sunday, January 11, 2026

মোদিরাজ্যে চিড়িয়াখানায় কোবরার কামড়ে মৃত্যু সিংহীর

Date:

Share post:

নজিরবিহীন ঘটনা! গুজরাটের ভদোদরার সায়াজিবাগ চিড়িয়াখানার (Sayajibaug in Vadodara) ১৪৫ বছরের ইতিহাসে প্রথম সাপের কামড়ে কোনও সিংহীর মৃত্যু হল। সূত্রের খবর, গত সোমবার খোলা খাঁচাতে বিশ্রাম নিচ্ছিল সিংহী ‘সমৃদ্ধি’ (Samriddhi)। হঠাৎ সেখানে ঢুকে পড়ে একটি কোবরা। আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যায় ‘সমৃদ্ধি’। এরপরেই দুজনের মরণপণ লড়াই শুরু হয়। গোটা জঙ্গল তটস্থ হয়ে যায় এই ঘটনায়। অবশেষে ছয় বছরের সিংহী ‘সমৃদ্ধি’ হার মানতে বাধ্য হয়। প্রাণ বাঁচাতে একের পর এক অ্যান্টিভেনম দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

সায়াজিবাগ চিড়িয়াখানার কিউরেটর এই বিষয়ে জানিয়েছেন সমৃদ্ধি এদিন রীতিমত আক্রমণাত্মক মেজাজে ছিল। কোবরাটাকে একাধিকবার আক্রমণ করছিল। পাল্টা হামলা করে সাপটাও। কয়েক মিনিট লড়াই চলার পর নিরাপত্তারক্ষীরা বিষয়টা দেখতে পান। খবর দেন চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। ততক্ষণে সমৃদ্ধিকে বেশ কয়েকবার কামড় দিয়ে দিয়েছে সাপটি। বনদফতরের কর্মীদের খবর দেওয়া হলে তাঁরা এসে কোবরাটিকে ধরে নিয়ে যায়। সিংহীর চিকিৎসা শুরু করা হয় দ্রুত কিন্তু বিষের প্রভাবে তাঁর সারা শরীর ফুলে গিয়েছিল। পাঁচ দিনে অ্যান্টিভেনামের ১০টি ডোজ দেওয়া হয় সমৃদ্ধিকে। প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও শুক্রবার সন্ধ্যায় হঠাৎ খিঁচুনি উঠে মৃত্যু হয় তাঁর। আরও পড়ুন: জম্মুতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল স্কুল বাস, গুরুতর আহত ৩৫

প্রসঙ্গত, সমৃদ্ধি আগেও সাপ মেরেছিল। মাস পাঁচেক আগে তার খাঁচায় একটি নির্বিষ সাপ ঢুকে পড়লে তার সাথেও লড়াই হয় সমৃদ্ধির। সাপটিকে মেরেও ফেলে সে। কিন্তু এইবার নিজের প্রাণ বাঁচাতে পারলো না। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে সমৃদ্ধির খাঁচা খোলাই বা ছিল কেন? তাছাড়া সাপটি বেরোলো কিভাবে? আর এতকিছু হয়ে গেল নিরাপত্তাকর্মীরা কিছুই জানতে পারল না! পশুপ্রেমীদের তরফে ইতিমধ্যেই উঠছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...