নিউইয়র্ক, সিডনির পর এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকবাজের হামলা (Gunman attacks in Johannesburg, South Africa)। বেকারসডল এলাকায় একটি পানশালার সামনে চলল এলোপাথাড়ি গুলি, মৃত অন্তত ১০। শনিবার মধ্যরাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।জোহানেসবার্গে চলতি মাসে দ্বিতীয় গণহত্যার ঘটনা এটি। ঠিক কী কারণে ওই হামলা চালানো হল তা এখনও স্পষ্ট নয়।
ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানের দিন সিডনির বন্ডি বিচে হামলার ঘটনার কয়েকদিন যেতে না যেতেই এবার টার্গেট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলি চালানোর ফলেই যে দশজনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে খবর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একটি অনলাইন কার সার্ভিসের একজন চালকও রয়েছেন যিনি ঘটনার সময় বারের বাইরে ছিলেন।

–

–

–

–

–

–

–



