বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। একের পর এক দেশ কার্যত নতিস্বীকার করে নিহত ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এই পরিস্থিতিতে সবথেকে বেশি প্রভাব পড়েছে যে দেশে সেটা ভারত (India)। ভারত-বিদ্বেষী স্লোগানে উত্তপ্ত হয়েছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। হামলা হয়েছে একের পর এক ভারতীয় উপ হাই কমিশনে। তার পরে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ভারতের বিদেশমন্ত্রকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার রবিবার চট্টগ্রামের আক্রান্ত উপ হাই কমিশন দফতর বন্ধ করার সিদ্ধান্ত নিলে ভারতীয় বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রক রবিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, নিরাপত্তা জনিত কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (IVAC)সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (IVAC) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, চট্টগ্রাম সহকারী হাই কমিশনে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা ঘটনার কারণে ২১/১২/২০২৫ তারিখ থেকে IVAC চট্টগ্রামের কার্যক্রম স্থগিত থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় এটি খোলার তারিখ ওয়েবসাইট ও নোটিশের মাধ্যমে জানানো হবে।

গত বৃহস্পতিবার ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে জ্বলছে সহিংসতাড় আগুন। ওইদিন সন্ধ্যায় চট্টগ্রামে বিক্ষোভকারীরা ভারতীয় উপ হাই কমিশন দফতরে হামলার চেষ্টা চালায়। দফতরের উপর পাথর বৃষ্টি করা হয়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন: নৈরাজ্যের বাংলাদেশে অশান্তির আগুন, কী প্রতিক্রিয়া বাংলার বিনোদন জগতের শিল্পীদের

শুধুমাত্র চট্টগ্রাম নয়। রাজশাহীর উপ হাই কমিশন দফতরেও হামলার চেষ্টা করা হয়। যদিও বৃহস্পতিবারের হামলার ঘটনার পরে শুক্রবার সকাল থেকেই ঢাকার দূতাবাসের কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। চট্টগ্রামের ঘটনার পর রাজশাহী ও খুলনার কেন্দ্রগুলোতেও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

–

–

–

–

–

–


