দেশে যে শক্তি একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারাই এখন ভারতীয় দূতাবাসে (Deputy High Commission) হামলা চালাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার (interim government) কূটনীতিকদের রক্ষা করার বদলে হুলিগানদের যোদ্ধার তকমা দিচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ফের একবার সরব শেখ হাসিনা (Sheikh Hasina)। তার অভিযোগ সেই মহম্মদ ইউনূসের (Mohammed Yunus) দিকেই।
নির্বাচনের আগে ওসমান হাদি হত্যায় উত্তপ্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে হাদির খুনি কারা, তা নিয়ে এখনও কোনও সূত্রই পাইনি বাংলাদেশ। তা সত্ত্বেও ভারতের ওপর সমস্ত দোষ চাপিয়ে এক অদৃশ্য যুদ্ধ চালাচ্ছে বাংলাদেশ। আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা এবং ভারতীয় দূতাবাসের দফতরগুলি। সবকিছু দেখে নীরবে অপেক্ষা করছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে উগরে দিলেন তাঁর ক্ষোভ।

হাসিনার দাবি, যে অরাজকতা চলছে তা মৌলবাদীদের তৈরি করা, যাদের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পালন করছেন। এরাই সেই শক্তি যারা সংবাদপত্রের দফতরে হামলা চালায়, ভারতীয় দূতাবাসে (Deputy High Commission) হামলা চালায়। এক সময়ে এরাই আমাকে সপরিবারে দেশ ছাড়তে বাধ্য করেছিল।

আরও পড়ুন : ব্যর্থ ইউনূস সরকার: সরব আক্রান্ত সংবাদ ও সাংস্কৃতিক সংস্থা

সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভারতীয় দূতাবাসের কর্মীদের জন্য ভারতের চিন্তা যথাযথ। আমার বলতে খারাপ লাগছে, একটি দায়িত্বশীল প্রশাসনের দায়িত্ব বিদেশের কূটনীতিদের রক্ষা করা এবং যারা তাদের উপর হামলা চালায় তাদের শাস্তি দেওয়া। সেখানে মহম্মদ ইউনূস হুলিগানদের রক্ষা করছেন এবং তাদের যোদ্ধার তকমা দিচ্ছেন।

–

–

–

–

–


