Monday, January 12, 2026

বেলডাঙায় ফ্লপ শো! ধর্মের চাদর সরে যেতেই জমায়েতে ফাটল হুমায়ুনের সভায়

Date:

Share post:

বাবরি মসজিদ প্রতিষ্ঠার নামে বেলডাঙায় জমায়েত করে ৬ ডিসেম্বর তাক লাগানোর চেষ্টা করেছিলেন হুমায়ুন কবীর। ২২ ডিসেম্বর দলের নাম ও কার্যক্রম ঘোষণার দিন সেই জমায়েতের ধারেকাছেও গেল না হুমায়ুনকে ঘিরে উচ্ছ্বাস। কার্যত বাবরি মসজিদ (Babri mosque) প্রতিষ্ঠার নামে যে ধর্মীয় জিগির তুলেছিলেন ভরতপুর বিধায়ক, সেই ধর্মের চাদর সরে গিয়ে হুমায়ুন (Humayun Kabir) রাজনীতির ময়দানে পড়তেই হাবুডুবু খেতে শুরু করলেন। চার লক্ষ জমায়েতের (gathering) ঘোষণা করলেও ১ লক্ষ মানুষও বেলডাঙায় সোমবার টানতে পারলেন না তৃণমূলের বরখাস্ত নেতা (suspended leader) ।

দলের নাম হল জনতা উন্নয়ন পার্টি (JUP)। দলীয় প্রতীক হিসাবে তাঁর প্রথম পছন্দ টেবিল। দ্বিতীয় পছন্দ জোড়া গোলাপ ফুল। দলের কমিটি প্রাথমিকভাবে ৭৫ জনকে নিয়ে গঠিত হওয়ার কথা জানালেন। তবে সে সব নিশ্চিত হওয়ার আগেই ২৯৪ আসনে প্রার্থী (candidate) দেওয়ার দাবি করলেন সোমবার হুমায়ুন কবীর। দলের বেশ কিছু প্রার্থীর নামও প্রায় ঘোষণা করে দিলেন। নিজে রেজিনগর ও বেলডাঙা দুই কেন্দ্র থেকে লড়াইয়ের কথা জানালেন। সেই সঙ্গে দলের আরও তিন প্রার্থীর নাম জানালেন হুমায়ুন কবীর বলে, যাঁরা মুর্শিদাবাদ ও বীরভূম থেকে লড়াই করবেন। তিন প্রার্থী হিন্দু সম্প্রদায় থেকে হওয়ার ঘোষণা করে নিজের দলকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করারও চেষ্টা করলেন।

৬ ডিসেম্বরের হুমায়ুন (Humayun Kabir) ২২ ডিসেম্বর ধর্মীয় ব্যক্তিত্ব থেকে পুরদস্তুর রাজনৈতিক। তবে তাঁর রাজনীতি যেন আটকে রইল মুর্শিদাবাদেই (Murshidabad)। বড়জোর কিছুটা বীরভূমকে ছুঁতে পারল। তা সত্ত্বেও ২৯৪ আসনে লড়াইয়ের চ্যালেঞ্জ করে ফেললেন হুমায়ুন।

রাজনীতি মানে যেন শুধুই কুৎসা। এমন ভাবনা থেকেই নতুন কোনও রাজনৈতিক বার্তা পাওয়া গেল না হুমায়ুনের সোমবারের সভা থেকে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি কুৎসাতেই আবদ্ধ রইলেন তিনি।

আরও পড়ুন : ছোট জায়গায় কেন, ব্রিগেডে দল ঘোষণা করুন: হুমায়ুনকে বার্তা তৃণমূলের

তবে এদিন তাঁর মুখ থেকে বাবরি মসজিদ প্রসঙ্গ প্রায় উধাও। কার্যত নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণের মরিয়া চেষ্টা চালালেন হুমায়ুন। তিন হিন্দুপ্রার্থীর নামও ঘোষণা করে ফেললেন। আর তাতেই যেন বিরাগ ইসলাম ধর্মীবলম্বীদের। যে হুমায়ুন সমর্থকরা ৬ ডিসেম্বর মাথায় ইট নিয়ে মাঠ ভরিয়েছিলেন, দূর দূরান্ত পর্যন্ত দেখা গিয়েছিল মাথার সারি, সেই সমর্থকরাই উধাও ২২ ডিসেম্বর।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...