Monday, January 12, 2026

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

Date:

Share post:

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে আঁকড়ে ধরে আগামীর স্বপ্ন দেখছে একদল কিশোর-তরুণ। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা–পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্প্রতি ফুটবলকে ঘিরে তৈরি হল একেবারে উৎসবের আবহ।

সীমান্তে বিএসএফের ভারী বুটের শব্দ, চোরাচালানকারীদের তৎপরতা, আর প্রতিদিনের জীবনযুদ্ধে দুবেলা দুমুঠো খাবারের লড়াই—এই সব বাস্তবতাকে পিছনে ফেলে রবি, ভাস্কর, তপনদের মতো তরুণরা এগিয়ে চলেছে ফুটবলার হওয়ার স্বপ্নে। সেই স্বপ্নকেই বাস্তবের মাটিতে রূপ দিতে ইটিন্ডা মহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট। দুপুর গড়াতেই মাঠে ভিড় জমাতে শুরু করেন ক্রীড়াপ্রেমীরা। স্থানীয় যুবসমাজের পাশাপাশি আশপাশের গ্রামের বাসিন্দাদের উপস্থিতিতে গোটা এলাকা যেন খেলাধুলোর রঙে রঙিন হয়ে ওঠে। উদ্যোক্তাদের দাবি, এই টুর্নামেন্ট শুধু খেলা নয়, এলাকার সামাজিক ও সাংস্কৃতিক মিলনক্ষেত্র হয়ে উঠেছে।

এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বসিরহাট ১ নম্বর ব্লকের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সরিফুল মন্ডল। তাঁর উদ্যোগ ও সহযোগিতায় টুর্নামেন্টটি আরও বৃহৎ আকার পেয়েছে বলে জানান আয়োজকরা। তাঁদের কথায়, খেলাধুলোর মাধ্যমে যুবসমাজকে সুস্থ সংস্কৃতি ও শৃঙ্খলার পথে এগিয়ে নিয়ে যাওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ-র সহ-সভাপতি সৌরভ পাল। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গ্রামবাংলার মাঠ থেকেই ভবিষ্যতের প্রতিভাবান ফুটবলার উঠে আসে। এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত হলে জেলার পাশাপাশি রাজ্য স্তরেও ফুটবলের মান আরও উন্নত হবে। একই সঙ্গে খেলোয়াড়দের শৃঙ্খলা ও নিষ্ঠার গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বসিরহাটের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। মাঠে নেমে তরুণ ফুটবলারদের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে। নিজের খেলোয়াড় জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনই একজন ফুটবলারকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। তাঁর কথায় অনুপ্রাণিত হন উপস্থিত তরুণরা। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের প্রাক্তন সদস্য গোলাম বিশ্বাস, বসিরহাট ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। সীমান্তের এই প্রত্যন্ত জনপদে ফুটবল ঘিরে এমন উদ্যোগ নতুন প্রজন্মের কাছে যে আলোর দিশা দেখাচ্ছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...