“প্রাণ দিয়ে, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি, নেতারা পারবে না-কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই। এ লড়াই আমাদের জিততেই হবে।” সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে (Netaji Indoor Stadium) বিএলএ (BLA) ও বিএলএ ২-দের নিয়ে বৈঠকে কড়া বার্তা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোর কথায়, “এবার পিকনিক-ফিকনিক হবে না। পিকনিক একেবারে ২০২৬-এর জয়ের পর হবে।”
ভোটার তালিকা সংশোধন (SIR)-এর নামে বাংলায় ষড়যন্ত্র করে নাম বাদ দিচ্ছে কমিশন (Election Commission)। এই অভিযোগ বাংলার শাসকদলের শীর্ষ নেতৃত্বের। এদিন, এই বিষয় নিয়ে নেতাজি ইন্ডোরের সভা নেতা দলীয় নেতা-কর্মীদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, এখন আনন্দ-উৎসব নয় দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। স্পষ্ট করে বলেন, “এবার পিকনিক-ফিকনিক হবে না। পিকনিক একেবারে ২০২৬-এর জয়ের পর হবে।”
আরও খবর: ৪৬টি প্রাণহানি, ‘খোকাবাবুদের আবদারে’ বৈধ নাম বাদের ষড়যন্ত্রের কমিশনের! BLA-এর চূড়ান্ত সতর্ক-সক্রিয় হওয়ার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর

বৈঠকে মোট ৪০টি বিধানসভার বুথ স্তরের প্রতিনিধিদের ডাকা হয়েছিল। সেখানে তৃণমূল সভানেত্রীর বার্তা স্পষ্ট, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ১৪ ফেব্রুয়ারি। তার আগে কাজ করে যেতে হবে। কোন বৈধ ভোটারের নাম ওঠেনি- বুথ স্তরে তার বিস্তারিত খোঁজ নিতে হবে। প্রয়োজনে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের নির্দেশও দেন মমতা। ভোটার তালিকায় একটিও বৈধ নাম যেন বাদ না পড়ে- সে বিষয়ে সতর্ক করেন মমতা।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ ও বিএলএ-২দের বৈঠক থেকে সরাসরি দিল্লি দখলের ডাক দেন মমতা। হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “যতই করুন এসআইআর, বাংলা হবে না আপনাদের। এবার ওদের দিল্লি কেড়ে নেব!” ২০২৬-এর বিধানসভা নির্বাচনেই বিজেপি বিসর্জন বলে মন্তব্য করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, “২৬-এর নির্বাচন হবে বিজেপির বিসর্জন। বিজেপির দালালদের বিসর্জন। বিজেপিকে জিরো করে দিতে হবে।”

–

–

–

–

–

–


