মৃত বলে নথিভুক্ত হওয়ার প্রায় দেড় মাস পর থানায় ঢুকে চেয়ার টেনে বসে পড়লেন এক যুবক। পুলিশের উদ্দেশে প্রশ্ন, কেন তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে? ঘটনায় হতবাক পুলিশকর্মীরা। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিসগড় জুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ অক্টোবর পূর্ণনগরের জঙ্গল থেকে একটি আধপোড়া দেহ উদ্ধার হয়। সেই দেহ ঘিরেই খুনের মামলা রুজু হয়। তদন্তে পুলিশ জানায়, মৃত ব্যক্তি সিটোঙ্গা গ্রামের বাসিন্দা সীমিত খাখা (৩০)। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে পরিবারের লোকজন দেহ শনাক্ত করেন বলেও নথিভুক্ত হয়। তদন্তের ভিত্তিতে সীমিত খুনের অভিযোগে তাঁর দুই বন্ধু রামজিৎ রাম ও বীরেন্দ্র রামকে গ্রেফতার করা হয়। শীতল মিঞ্জ ও জিতু রাম নামে আরও দু’জন অভিযুক্ত এখনও পলাতক বলে জানানো হয়।

পুলিশ দাবি করে, ধৃত দুই অভিযুক্ত খুনের কথা স্বীকার করেন। ফরেনসিক দল ঘটনাস্থলে পুনর্নির্মাণ করে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই মামলার তদন্ত কার্যত শেষ হয়ে যায়। কিন্তু শনিবার রাতে হঠাৎ করেই থানায় হাজির হন এক যুবক। টি-শার্ট, জ্যাকেট ও ট্রাউজার্স পরে থানায় ঢুকে নিজেকে সীমিত খাখা বলে পরিচয় দেন তিনি। পুলিশের সামনে ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন করেন, কেন তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। তাঁর দাবি, কর্মসূত্রে তিনি কয়েকজনের সঙ্গে ঝাড়খণ্ডে গিয়েছিলেন। প্রথমে গিরিডি ও পরে রাঁচিতে থাকার সময় দলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েন। মোবাইল ফোন না থাকায় বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

গ্রামে ফিরে এসে তিনি জানতে পারেন, তাঁকে খুন করা হয়েছে এবং তাঁর নামে একটি আধপোড়া দেহ উদ্ধার হয়েছে। বিষয়টি জানতে পেরে পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে থানায় আসেন তিনি। পুলিশের কাছে সীমিত জানান, তাঁর ছোট ছোট সন্তান রয়েছে। তাঁদের কথা ভেবে একবারও কি কেউ ভাবেনি? কীভাবে ডিএনএ পরীক্ষা ছাড়াই তাঁকে মৃত ঘোষণা করা হল, সেই প্রশ্নও তোলেন তিনি।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে জঙ্গল থেকে উদ্ধার হওয়া আধপোড়া দেহটি কার? সীমিতের জীবিত অবস্থায় সামনে আসায় গোটা তদন্ত প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এই ঘটনার পর গেজেটেড অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো বিষয়টি নতুন করে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। তবে পুলিশের গাফিলতি ও তদন্তের ত্রুটি নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন – ধর্ষককে জেলমুক্তি! উন্নাও ধর্ষণে ফের জামিনে ‘পুরষ্কৃত’ বিজেপি নেতা

_

_

_

_
_


