শীতকালীন উৎসবের মরশুমে কনকনে ঠান্ডার আমেজ উপভোগ করছে গোটা রাজ্য। তবে সকালের দিকের ঘন কুয়াশার (Deep Fog) কারণে দৃশ্যমানতার অভাব পথচারী এবং গাড়িচালকদের জন্য বড় চিন্তার কারণ হয়ে উঠেছে। একের পড়া দুর্ঘটনার খবরও আসছে। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট থাকবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। তবে ২৫ ডিসেম্বর বড়দিনের পর থেকেই উষ্ণতার পারদ আরও নিম্নমুখী হবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কমার সম্ভাবনা। উত্তরেও বাড়বে শীত (Winter)।
মঙ্গলবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে ঘন কুয়াশা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে, কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই কারণে দিনভর শীতের অনুভূতি জারি থাকবে। কলকাতা-সহ উপকূলের জেলায় ১৪- ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১০- ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরের পার্বত্য জেলায় উপরের দিকে তাপমাত্রা ৫-৬ ডিগ্রিতেই থাকবে। আজ মঙ্গলবার কুয়াশার কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। মহানগরীতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।

–

–

–

–

–

–

–

–


