Tuesday, January 13, 2026

হামলার প্রতিবাদে সুরের মিছিল: গানে গানে ছায়ানটের জবাব

Date:

Share post:

বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যের প্রতীক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট সম্প্রতি এক ভয়াবহ হামলার শিকার হয়েছে। হাদির মৃত্যুর ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র না থাকা সত্ত্বেও এই প্রতিষ্ঠানে আক্রমণ চালানো হয়। হামলায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় তানপুরাসহ বহু মূল্যবান বাদ্যযন্ত্র। তবে ধ্বংসের সেই দৃশ্যের সামনে দাঁড়িয়ে ভেঙে না পড়ে, গানের শক্তিকেই অস্ত্র করে এক অনন্য প্রতিরোধের ছবি তুলে ধরল ছায়ানট।

মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ছায়ানট ভবনের সামনে জমায়েত হন শত শত মানুষ। শিল্পী, লেখক ও সাংবাদিকদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীরাও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আগুনে পুড়ে যাওয়া বাদ্যযন্ত্রের স্মৃতি বুকে নিয়ে সমবেত কণ্ঠে গান গেয়ে ওঠেন তাঁরা। সেই গানে ধ্বনিত হয় প্রতিবাদের সুর, প্রতিবন্ধকতার বিরুদ্ধে সংস্কৃতির অটল অবস্থান।

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান ছিল এই সমাবেশের মূল ভাষা। ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘ও আমার দেশের মাটি’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু–মুসলমান’ এবং ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’-এর মতো গান গেয়ে তাঁরা জানিয়ে দেন, শিল্পকে পুড়িয়ে শেষ করা যায় না। গানের প্রতিটি সুরে ফুটে ওঠে সম্প্রীতির বার্তা এবং মানুষের প্রতি ভালোবাসার আহ্বান।

এই জমায়েতের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িকতা ও অশুভ শক্তির বিরুদ্ধে শান্তির বার্তা পৌঁছে দেওয়া এবং বাংলার সংস্কৃতি ও সৃজনশীলতাকে কোনো শক্তি দিয়েই থামিয়ে রাখা অসম্ভব, এই সত্যটি আবারও তুলে ধরা। পুরো আয়োজনটি ফেসবুকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অনলাইনে এবং সরাসরি উপস্থিত থেকে সর্বস্তরের মানুষ এই উদ্যোগের প্রশংসা করেন। ছায়ানট আবারও প্রমাণ করল, সুরের শক্তিতে রুখে দাঁড়ানোর এই পথ যেকোনো অশুভ শক্তির চেয়েও অনেক বেশি দৃঢ় ও প্রভাবশালী।

আরও পড়ুন- জেলা থেকে রেশন দোকান! চার ধাপে নজরদারির পথে রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...