Tuesday, December 23, 2025

রাজধানীতে বড়দিনের টুপিতে ‘না’! ডবল ইঞ্জিন রাজ্যে ক্রমশ কোণঠাসা সংখ্যালঘুরা

Date:

Share post:

ধর্মের নামে পেটে লাথি। আরএসএস-এর তরফ থেকে ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার চাপ যত বাড়ানো হচ্ছে তত বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচারের মুখে সংখ্যালঘুরা। এবার স্বঘোষিত ধর্মের রক্ষকদের অত্যাচারের নিশানা খ্রীষ্টান সম্প্রদায়ের (Christian) মানুষ। উৎসবে বাধা দেওয়ার আগে উৎসব নিয়ে দুটো রুটিরুজির সন্ধানে আসা মানুষের উপর জুলুমবাজির ছবি বিজেপি শাসতি ওড়িশা (Odisha) ও দিল্লিতে (Delhi)। ‘হিন্দুরাষ্ট্রে’র দোহাই দিয়ে সান্তা ক্লজের (Santa Claus) টুপি বিক্রি বা টুপি পরাতেও বাধা, হকারদের (hawker) উপর চড়াও। হেনস্থা করতে পিছপা হচ্ছে না মহিলাদেরও।

সম্প্রতি ওড়িশার একটি ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ফুটপাথে দাঁড়িয়ে সান্তা ক্লজ়ের টুপি বিক্রি করছেন কয়েকজন। গাড়ি থেকে নেমে কিছু লোক ওড়িশাকে ‘হিন্দু রাষ্ট্র’ বলে উল্লেখ করে ‘খ্রিস্টানদের জিনিসপত্র’ বিক্রি করা যাবে না বলে হুঁশিয়ারি দেন। হকারদের তাঁদের জিজ্ঞাসা করা হয়, তাঁরা কোথা থেকে এসেছে? তারা কি হিন্দু? বিক্রেতারা জানান, তাঁরা হিন্দু। রাজস্থানের বাসিন্দা। হকারি (hawker) করে কোনওরকমে পেট চালান তাঁরা। স্বঘোষিত হিন্দুত্ববাদীদের বলতে শোনা যায়, ‘এটা ভগবান জগন্নাথের দেশ। এখানে শুধু তাঁর শাসনই চলবে। হিন্দু হয়ে তোমরা এটা কীভাবে করছ? তাড়াতাড়ি সব গুটিয়ে এখান থেকে চলে যাও।

দিল্লির একটি ভিডিও-তে দেখা যায়, সন্তাক্লজের টুপি পরে কিছু মহিলা সম্মিলিত হয়েছিলেন আনন্দ-অনুষ্ঠানে। তাদেরকে হটিয়ে দেওয়া সেই জায়গা থেকে। একদল যুবক ধর্মের নাম করে হুমকি দেয় তাদের। প্রশ্ন তোলা হয়, কেন সান্তা ক্লজের টুপি পরে তারা এখানে ভিড় জমিয়েছে? হুমকি দেওয়া হয়, এসব যেন তারা তাদের ঘরের মধ্যে করে। বাইরে যেন তাদের এসব করতে দেখা না যায়। কার্যত দেশের রাজধানীতে (Delhi) বড়দিন পালনে (Christmas celebration) জারি করা হয় ফতোয়া।

আরও পড়ুন : চার্চে ফাদারের ঘাড় ধরে হুমকি! যোগীরাজ্যে ‘ধর্মান্তরিত বাংলাদেশি’র হিন্দুত্বের হুংকার

একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচারে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের সাফ কথা, বিজেপি ও তাদের শরিকরা দেশকে মধ্যযুগীয় অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজ টুপি আটকাচ্ছে, কাল হয়তো আপনাকে শ্বাস নিতেও বাধা দেবে। এদের এই ধর্ম বিরোধী মানসিকতা ও বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে ধিক্কার জানাই। এরা ব্রিগেডের ময়দানে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করার ‘অপরাধে’ মারধর করা হয়েছিল আরামবাগের হকার শেখ রিয়াজুলকে। এবার বড়দিনের (Christmas) আগে সান্তাক্লজ়ের টুপি বিক্রি করার দায়ে দরিদ্র বিক্রেতাদের যেভাবে হেনস্থা ও ভয় দেখানো হল তাতে নিন্দার ভাষা নেই। শুধু ওড়িশাতেও নয়, দিল্লিতেও সান্তা-টুপি পরা মহিলাদেরও শাসানি দেওয়া হয়েছে। কেন খ্রিস্টানদের টুপি পরে উৎসবে শামিল হওয়া, তা নিয়ে প্রশ্ন তুলে মহিলাদের তাড়িয়ে দেওয়া হয়েছে।

spot_img

Related articles

৫৬ দিনে সামশেরগঞ্জের ঘটনায় সাজা: কোন কোন তথ্য পেশ, স্পষ্ট করল পুলিশ

দেশে গণপিটুনি দ্বিতীয় সাজার নজরি রাখল বাংলার পুলিশ। রাজ্য পুলিশের একাধিক বিভাগের সমন্বয়ে মঙ্গলবার সামশেরগঞ্জের (Samsherganj) জাফরাবাদের গণপিটুনিতে...

বিপাকে গেরুয়া রাজ্যের পুলিশ! থানায় ঢুকে চিৎকার ‘মৃত’ যুবকের 

মৃত বলে নথিভুক্ত হওয়ার প্রায় দেড় মাস পর থানায় ঢুকে চেয়ার টেনে বসে পড়লেন এক যুবক। পুলিশের উদ্দেশে...

ধর্ষককে জেলমুক্তি! উন্নাও ধর্ষণে ফের জামিনে ‘পুরষ্কৃত’ বিজেপি নেতা

বাংলায় একটি নারী নির্যাতনের ঘটনা হলে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীকে শাস্তির আওতায় আনা হয়। এমনকি...

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না মাধবনের নাম, ছবি: দিল্লি হাইকোর্ট 

সেলিব্রিটিদের নাম, ছবি, কন্ঠস্বর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিনা অনুমতিতেই ব্যবহার করা...