বাংলায় একটি নারী নির্যাতনের ঘটনা হলে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীকে শাস্তির আওতায় আনা হয়। এমনকি ধর্ষণে সর্বোচ্চ শাস্তি ফাঁসির জন্যও আইন আনার প্রক্রিয়া একমাত্র বাংলাতেই হয়েছে। ঠিক তার উল্টো ছবি যে বিজেপির রাজ্যগুলিতে স্পষ্ট, আরও একবার তার প্রমাণ মিলল। উন্নাও ধর্ষণে (Unnao rape) অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়কের যাবজ্জীবনের শাস্তি (life imprisonment) প্রত্যাহার করে জামিন (bail) দিল আদালত। যোগীরাজ্যের পুলিশের তৈরি করা মামলায় আরও একবার বিচারের পরিসরের বাইরে রয়ে গেল উন্নাওয়ের নাবালিকা। আরও এক হাথরসের পুণরাবৃত্তি হবে কি না, সেই প্রশ্ন ফের একবার উঠল উত্তরপ্রদেশ পুলিশের (Uttarpradesh police) তদন্তের কারণে।
মঙ্গলবার দিল্লি হাই কোর্টে (Delhi High Court) ১৫ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ ও হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ কুলদীপ সিং সেঙ্গারের (Kuldeep Singh Sengar) জামিন মঞ্জুর করেছে। যদিও একাধিক শর্ত চাপিয়েছে আদালত। যার মধ্যে রয়েছে দিল্লির বাইরে না যাওয়া, নির্যাতিতার (rape victim) বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা এবং নিয়মিত হাজিরা। তবুও, এই জামিন রাজনৈতিক ও নৈতিক স্তরে বিজেপির অস্বস্তিকর অতীতকে নতুন করে সামনে আনল। যদি এর মধ্যে কোনও শর্তের লঙ্ঘন হয় তাহলে জামিন বাতিলও করা হতে পারে বলে আদালত জানিয়েছে।

২০১৭ সালে প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণে অভিযুক্ত হন। এরপর এই ঘটনার জল গড়ায় অনেক দূর। বিচার চেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির দরজায় ধর্নায় বসে নির্যাতিতা। আর সেই ধর্নার অভিযোগে নির্যাতিতার বাবাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। সেই পুলিশ হেফাজতেই রহস্যজনকভাবে মৃত্যু হয় নির্যাতিতার (rape victim) বাবার। সেই খুনে পুলিশের সঙ্গে যোগসাজসে অভিযুক্ত হন ফের সেই সেঙ্গার (Kuldeep Singh Sengar)।

আরও পড়ুন : ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

২০১৮ সালেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং পকসো আইনে দোষী সাব্যস্ত করা হয় কুলদীপকে। আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে। পাল্টা নিজেকে নির্দোষ দাবি করে লক্ষ্ণৌ হাই কোর্টের দ্বারস্থ হয় সেঙ্গার। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধানবিচারপতি রঞ্জন গোগোই এই সংক্রান্ত সব মামলা দিল্লির তিস হাজারি কোর্টে পাঠিয়ে দেন। সেখানেই মঙ্গলবার যাবজ্জীবনের সাজা মকুব করা হয়। এমনকি জামিনও পেয়ে যান ধর্ষক সেঙ্গার।

–

–

–

–

–


