চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামছেন বিরাট কোহলি(Virat Kohli )। পদপিষ্ট কাণ্ডের ঘটনা এখনও ফিকে হয়নি।এরইমধ্যে ফের প্রিয় চিন্নাস্বামীতে (Chinnaswamy Stadium )খেলতে নামছেন কিং কোহলি।
আসন্ন জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে বিজয় হাজারেতে খেলবেন কোহলি (Virat Kohli )। দিল্লির হয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium )খেলতে নামছেন বিরাট। কিন্তু দর্শকরা বিরাটের খেলা গ্যালারিতে বসে দেখতে পারবেন না। ২০৩ দিন পর চিন্নাস্বামীতে খেলতে নামছেন বিরাট কোহলি।

কর্ণাটক ক্রিকেট সংস্থার তরফ থেকে পরিকল্পনা করা হয়েছিল, দুই থেকে তিন হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখার ব্যবস্থা করার। কিন্তু কর্ণাটক সরকার এই ব্যবস্থায় রাজী হয়নি। আইপিএল কাণ্ড থেকে শিক্ষা নিয়ে সেই রাজ্যের ক্রিকেট সংস্থাকে সতর্ক করেছে। সামনেই আছে আইপিএল তার আগে যাতে কোনও ভাবে কোনরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য সতর্ক থাকতে হবে। এই সময় যদি কোন সমস্যা হয় তাহলে আইপিএল ম্যাচ সেখান থেকে সরে যেতে পারে।

শুধু কোহলি নন, বিরাটের সঙ্গে খেলবেন ঋষভ পন্থও। সোমবার রাতে বেঙ্গালুরু পৌঁছেছেন কোহলি ও পন্থ বিজয় হাজারে খেলা হওয়ার কথা ছিল আলুরে, যেহেতু কোহলি আর রিষভ পন্থ খেলছেন তাই সেইখান থেকে সরিয়ে চিন্নাস্বামীতে করা হয়েছে। কারণ আলুরে প্রযুক্তিগত সমস্যা হবার সম্ভাবনা থাকতে পারে।

–

–

–

–

–



