স্বামী-স্ত্রীর দাম্পত্য জটিলতায় অনিশ্চিত এক পাঁচ বছরের শিশুর অভিভাবকত্ব ও নাগরিকত্ব। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ সন্তানের স্বার্থের কথা মাথায় রেখে স্বামী ও স্ত্রীকে বোঝাপড়া করে নিজেদের সমস্যা মেটানোর নির্দেশ দিয়েছেন।

২০১৪ সালে ওই দম্পতির বিয়ে হয়। কর্মসূত্রে দু’জনেই কানাডায় যান। ২০২০ সালে সেখানে কন্যাসন্তানের জন্ম হলে শিশুটি কানাডার নাগরিকত্ব পায়। পরে স্বামীও কানাডার নাগরিক হন। কিন্তু দাম্পত্য কলহের জেরে স্ত্রী শিশুকে নিয়ে ভারতে ফিরে আসেন। এরপর অন্টারিও আদালতে সন্তানের অভিভাবকত্ব ও বিবাহ বিচ্ছেদের মামলা করেন স্বামী। ওই আদালত ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে শিশুকে কানাডায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়। সেই নির্দেশ না মানায় কলকাতা হাইকোর্টে ফের মামলা করেন স্বামী। শুনানিতে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। তবে আদালত সেই বিতর্কে ঢোকেনি। আরও পড়ুন: এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

হাইকোর্ট জানায়, মামলার কেন্দ্রে রয়েছে শিশুর ভবিষ্যৎ। অভিযোগ নয়। আদালত প্রস্তাব দেয়, মা ও সন্তান কানাডায় ফিরলে তাঁদের আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে হবে স্বামীকে। ভরণপোষণের দায়িত্বও নিতে হবে তাঁকে। সন্তানের সাক্ষাৎ ও অভিভাবকত্বের সময় পারস্পরিক আলোচনায় ঠিক করতে হবে। এদিন কোনও চূড়ান্ত নির্দেশ দেয়নি আদালত। তবে স্বামী-স্ত্রীকে ফোন বা ভিডিও কলে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাবার সঙ্গে সন্তানের কথা বলার সুযোগ দেওয়ার কথাও জানানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি জানুয়ারিতে।
–

–

–

–

–

–

–


