আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে। বিজয় হাজারে ট্রফিতে ফের একবার প্রমাণ করলেন রো-কো জুটি।

বুধবার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে খেলতে নামেন কোহলি(Virat Kohli)। দর্শকদের প্রবেশ ম্যাচে নিষেধ ছিল কিন্তু তাতে কি কোহ লি ভক্তদের আটকানো যায়। ম্যাচের সময় সেন্টার অফ এক্সেলেন্সের আশে পাশে ঢল নামল দর্শকদের, কেউ কেউ আবার রাস্তার উলটো দিকে দাঁড়ানো কপ্টেনার ট্রাকের ছাদে দাঁড়িয়ে খেলা দেখার চেষ্টা করছে। কেউ আবার ঝুঁকি নিয়ে গাছে চড়ে বসেছেন।

শেষ বার ২০১০ সালে বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন বিরাট। প্রায় ১৪ বছর পর আবার এবার খেলতে নামলেন তিনি। প্রথম ম্যাচেই শতরান করলেন।
বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স হোক বা জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামেও একই প্রায় একই ছবি দেখা গেল। সেখানে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মাকে দেখতে হাজির হয়েছিলেন অসংখ্য দর্শক। তাদের মধ্যে থেকেই একজন ছুটে এসে রোহিতকে জড়িয়ে ধরেন, পা ছুঁয়ে প্রণামও করে। উল্টে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কও তাঁকে জড়িয়ে ধরেন। এক কথায় বুধবার দিনটা যেন ছিল ‘রো-কো’ র ভক্তদের কাছে অনেকটা উৎসবের মতো।

–

–

–

–

–



