Thursday, January 15, 2026

চকচকে ফ্রেমে ফাঁপা কনটেন্ট, হতাশ করল কার্তিক-অনন্যার নতুন বলিউড ছবি 

Date:

Share post:

প্রেমের গল্পে মূল উপাদান প্রেমিক-প্রেমিকার রসায়নের বিশ্বাসযোগ্যতা। কিন্তু গল্পের শুরু থেকেই যদি সেটা ‘ভ্যানিশ’ হয়ে যায় তাহলে বোধহয় বাকি সিনেমাটা দেখার জন্য খুব একটা উত্তেজনা অনুভব করা যায় না। তাই বর্তমান যুগের মানসিকতার কথা মাথায় রেখে ফাস্ট-ট্র্যাক রোমান্সের সঙ্গে চিরাচরিত ভারতীয় সিনেমার মেলোড্রামা মিশিয়ে ককটেল তৈরির চেষ্টা ২০২৫ এর শেষ লগ্নে এসে বলিউডের জন্য খুব একটা ক্লিক করল না। ফলে ক্রিসমাস রিলিজে হতাশ করল কার্তিক আরিয়ান-অনন্যা পান্ডের (Kartik Aryan – Ananya Pandey) ছবি ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'(Tu Meri Main Tera Main Tera Tu Meri)। ঝগড়া থেকে প্রেম- সিনেমা জুড়ে নায়ক-নায়িকার ‘স্পার্ক’ মিসিং, তাই ক্যামেরার ঝকঝকে লেন্সে ম্যাড়ম্যাড়ে জেন জি রোমান্সের নতুন সিনেমা।

সামির বিদওয়ান্স (Sameer Vidwans) পরিচালিত এই ছবিতে ধনী ছেলে ও ছোট শহরের মেয়ের পছন্দ-অপছন্দ থেকে প্রেমের পুরনো ফর্মুলা তুলে ধরার চেষ্টা হয়েছে। কিন্তু চরিত্রদের রসায়ন দর্শকের মনে দাগ কাটতে পারল না। ঝকঝকে সেট, গ্ল্যামারাস দৃশ্যায়ন, দারুণ লোকেশন দিয়ে যে ফাঁপা কনটেন্ট চালানো যায় না তা ফের প্রমাণিত।

ধর্মা প্রোডাকশনের (Dharma Productions) ছবিরে রে (কার্তিক) এবং রুমি (অনন্যা) ঝগড়া থেকে প্রেম কোনও দৃশ্যেই নিজেদের গল্পটাকে বিশ্বাসযোগ্য গড়ে তুলতে পারলেন না। এমনকি ঘনিষ্ঠ মুহূর্তেও তাদেরকে কেমিস্ট্রিকে যথেষ্ট কৃত্রিম মনে হল। আবেগের মুহূর্ত তৈরি করার চেষ্টা হলেও সেটা খুব মেকি মনে হয়। জেন জি-কে মাথায় রেখে তৈরি হওয়া গানগুলো সিনেমা হলের বাইরে এসে মনে রাখা কঠিন। প্রথমে নায়িকাকে অপছন্দ করা এবং তারপর তার প্রেমে পড়ে মহৎ হতে চাওয়া নায়কের ফর্মুলা দেখে দেখে বলিউড ক্লান্ত। নয়ের দশকের স্পার্ক তৈরির চেষ্টা হলেও তার বাস্তব রূপায়ণ হল না। আবেগের দ্বন্দ্বকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ পরিচালক। এক কথায় বড়দিনে নিরাশ করল বলিউড ছবি।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...