Friday, January 16, 2026

চাপে সুপ্রিম কোর্টে বিডিও প্রশান্ত! দেরিতে হলেও গ্রেফতারি পরোয়ানার আবেদন পুলিশের

Date:

Share post:

কলকাতা হাইকোর্ট স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের অভিযোগে রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনকেই মূল অভিযুক্ত হিসাবে বিচার প্রক্রিয়া চালানোর পরই ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের (surrender order) নির্দেশ জারি করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তড়িঘড়ি এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ বিডিও প্রশান্ত। পাল্টা তার বিরুদ্ধে গ্রেফতারির আবেদন জানিয়ে আদালতে বিধাননগর থানার পুলিশ (Bidhannagar Police)।

বারাসাত আদালত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মনকে (BDO Prashanta Barman) জামিন দেওয়ার পর সেই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২২ ডিসেম্বর বিডিও প্রশান্তকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছিল। প্রত্যাশিতভাবেই তা মানেননি বিডিও প্রশান্ত। তবে এবার কলকাতা হাইকোর্টের আত্মসমর্পণের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রশান্ত।

২২ ডিসেম্বরের কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শুক্রবারের আগেই তার আত্মসমর্পণের কথা ছিল। কিন্তু তিনি যে সে পথে যাচ্ছেন না, সুপ্রিম কোর্টে মামলা দায়েরে তা স্পষ্ট করে দিলেন প্রশান্ত। হাই কোর্টের (Calcutta High Court) আত্মসমর্পণের নির্দেশের (surrender order) পাল্টা বুধবারই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন তিনি। তবে মামলা গ্রহণ করলেও কবে শুনানি এই মামলার তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন : BDO প্রশান্ত বর্মণের আগাম জামিন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ হাই কোর্টের

বৃহস্পতিবারের মধ্যে আত্মসমর্পণ করার কথা ছিল রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনের। কিন্তু তিনি তা না করায় শুক্রবার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিধাননগর পুলিশ। বিডিও যে আত্মসমর্পণ করবেন না, তা স্পষ্ট হয়ে যাওয়াতে এবার বিধাননগর পুলিশ বিডিওকে গ্রেফতার করার জন্য গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারির আবেদন নিয়ে বিধাননগর আদালতের দ্বারস্থ। শুক্রবার পুলিশের আবেদনে সাড়া দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত।

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...