অশান্ত বাংলাদেশ, কয়েকদিন আগেই উপমহাদেশের সাংস্কৃতিক পীঠস্থান ছায়নটে হামলা চালিয়ে উন্মত্ত দুষ্কীতিরা। এবার রকস্টার জেমসের(James) অনুষ্ঠানে চলল হামলা।

শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর (Faridpur) জেলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রকস্টার জেমস (James)। স্কুল চত্বরে আয়োজিত এই কনসার্টে হাজার হাজার বর্তমান ও প্রাক্তন ছাত্ররা এসেছিলেন।

কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিট আগেই একদল দুষ্কৃতী ব্যক্তি মঞ্চে হামলা চালায়। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জানা গিয়েছে অনুষ্ঠানে ঢুকতে না পেরে হামলা চালানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
নিরাপত্তা কর্মীরা আক্রমণকারীদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ইট-পাথর ছোড়া শুরু হয়। আহত হন ২৫ থেকে ৩০ জন! তবে সংগীত শিল্পীর কোনও শারীরিক ক্ষতি হয়নি। জেমস এবং তাঁর ব্যান্ডের সদস্যরা দ্রুত অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান।

আয়োজকদের দাবি, বেশ কয়েক জন বহিরাগত অনুষ্ঠান দেখার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতে চেয়েছিলেন। তবে তাঁদের বাধা দেওয়া হয়। তার পরেই তারা ইট ছুঁডে় পাল্টা আক্রমণ করেন। হামলাকারীদের বিরুদ্ধে মঞ্চ দখলের চেষ্টার অভিযোগও তুলেছেন আয়োজকেরা।
ভিডিও আপলোড করে এক বাংলাদেশি যুবকের দাবি, যারা হামলা চালিয়েছিল তারা চায় না বাংলাদেশে কোনও সঙ্গীতানুষ্ঠান হোক।

মঞ্চে থাকা জনপ্রিয় সঞ্চালক শ্রাবণ্য তৌহিদা সেই মুহূর্তের বর্ণনা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে চলছিল। নগর বাউল জেমস মঞ্চে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। আমি যখন র্যাাফেল ড্র পরিচালনা করছিলাম, হঠাৎ আকাশ থেকে বৃষ্টির মতো পাথর ও ইট পড়তে শুরু করে। একটি বড় পাথর ঠিক আমার সামনে এসে পড়ে।’

–

–

–

–

