ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ তথা বারাসতের চারবারের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদারের পরিবারের একাধিক সদস্যকে শুনানিতে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনাকে সামনে রেখে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন সাংসদ।

নোটিশ পাঠানো হয়েছে কাকলির দুই চিকিৎসক-পুত্র বিশ্বনাথ দস্তিদার ও বৈদ্যনাথ দস্তিদারকে। পাশাপাশি শুনানিতে ডাকা হয়েছে তাঁর ৯০ বছর বয়সি মা ইরা মিত্র এবং ছোট বোন পিয়ালি মিত্রকেও। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কাকলি। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, প্রায় ৫০ বছর রাজনীতি করার পরেও যদি একজন সাংসদের পরিবারের সদস্যদের এইভাবে নোটিশ পাঠানো হয়, তা হলে সাধারণ মানুষের উপর কী মাত্রার হয়রানি চলছে, তা সহজেই বোঝা যায়। কাকলির অভিযোগ, এটা কোনও বিচ্ছিন্ন প্রশাসনিক ত্রুটি নয়, বরং পরিকল্পিতভাবে মানুষকে আতঙ্কিত ও হেনস্তা করার চেষ্টা। তাঁর কথায়, “আমার ক্ষেত্রেই যদি এই ঘটনা ঘটে, তাহলে বাংলার সাধারণ মানুষ কী অবস্থার মধ্যে পড়ছেন, তা ভাবলেই শিউরে উঠতে হয়।”

Is it legal to publicly exhibit an enumeration form on tv and humiliate a 90 year old woman? Once submitted it becomes property of @ECISVEEP Not tv channel This is severe breach of trust https://t.co/prnbFUKFSG
— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) December 27, 2025
এর পাশাপাশি আরও গুরুতর অভিযোগ তোলেন সাংসদ। তাঁর এবং তাঁর মায়ের এনুমারেশন ফর্ম সংবাদমাধ্যমে প্রকাশ্যে দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি। এক্স মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়ে কাকলির প্রশ্ন, এইভাবে টিভি চ্যানেলে কারও ব্যক্তিগত এনুমারেশন ফর্ম দেখানো কি আইনসঙ্গত। ৯০ বছরের এক প্রবীণ মহিলাকে প্রকাশ্যে অপমান করা কোন আইনে বৈধ, সেই প্রশ্নও তোলেন তিনি। কাকলির দাবি, একবার ফর্ম জমা পড়লে তা নির্বাচন কমিশনের সম্পত্তি হওয়ার কথা, কোনও টিভি চ্যানেলের নয়। তাঁর মতে, এটি চরম বিশ্বাসভঙ্গ এবং প্রশাসনিক দায়িত্বজ্ঞানহীনতার উদাহরণ। উল্লেখ্য, কাকলির দুই ছেলে কলকাতার ভোটার হলেও তাঁর মা ও বোন মধ্যমগ্রামের দিগবেড়িয়া এলাকার ভোটার। সেই অনুযায়ী দুই ছেলেকে কলকাতায় এবং মা ও বোনকে বারাসত-২ নম্বর ব্লকে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন- এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

_

_

_

_

_

_
_


