Sunday, January 18, 2026

সোম থেকে শুনানিকেন্দ্রের বাইরে তৃণমূলের সহায়তা শিবির: কীভাবে কাজ নির্দেশ অভিষেকের

Date:

Share post:

একজন বৈধ ভোটারেরও যাতে ভোটাধিকার লঙ্ঘিত না হয়, তা নিয়ে এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ থেকে সতর্ক করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসআইআর-এর (SIR) দ্বিতীয় ধাপে এসে সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। নির্বাচন কমিশন ছলে বলে বাংলার মানুষের নাম ভোটার তালিকা (voter list) থেকে বাদ দিতে উঠে পড়ে লেগেছে। আর সেই প্রক্রিয়ায় কমিশনের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের বিএলএ-রাই (BLA), এমনটাই মত অভিষেকের। তা সত্ত্বেও শুনানি পর্বে বিশেষ ভূমিকা নেবেন বিএলএ-রাই। সেই লক্ষ্যে সোমবার থেকে প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে শিবির করবেন তৃণমূল কর্মী ও বিএলএ-রা, রবিবার ভার্চুয়াল বৈঠক (virtual meeting) থেকে নির্দেশ দিয়ে দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

যেভাবে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে আবার তাঁদের শুনানিতে ডেকে হয়রানির মুখে ফেলেছে নির্বাচন কমিশন, এবার তা প্রতিহত করতে কীভাবে কাজ করতে হবে, রবিবারের বৈঠক থেকে স্পষ্ট করে দিলেন অভিষেক। তাঁর নির্দেশ, প্রত্যেকটি হিয়ারিং সেন্টারের (hearing centre) বাইরে তৃণমুলের সহায়তা শিবির (help camp) করতে কাল থেকে। মানুষকে সাহায্য করতে হবে। হিয়ারিং ভেন্যুতে লেগে পড়ে থাকতে হবে।

এই শিবির থেকে কীভাবে সহায়তা করবেন তৃণমূল কর্মীরা, তা স্পষ্ট করে অভিষেকের নির্দেশ, কাল ৯ টা থেকে শিবির শুরু হবে। কারা এলো, কারা এলো না সব মিলিয়ে নিতে হবে। ভোটার তালিকা হাতে নিয়ে বসবেন। যারা এলো না দরকারে গাড়ি নিয়ে গিয়ে তাদের নিয়ে আসতে হবে শুনানি কেন্দ্রে। হিয়ারিং এ যাতে কেউ বাদ না পড়েন, তা দেখতে হবে বিএলএ-দের।

আরও পড়ুন : SIR-এর শুনানি পর্বে কী কী দায়িত্ব BLA-টু-দের: ভার্চুয়াল সভায় নির্দেশ সুব্রতর

সেই সঙ্গে নির্বাচন কমিশন বিএলএ-দের বিরুদ্ধে যে চক্রান্ত চালাচ্ছে, তা নিয়েও পথ নির্দেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিএলএ-২রা অবশ্যই হিয়ারিং-এ থাকবেন। কোথাও কোনও সমস্যা হলে কমিশনকে জানাতে হবে। বিএল এ-২ দের অনেক যায়গায় থাকতে দিচ্ছে না। এটা চলবে না। যদি বলে, থাকা যাবে না, বলবেন নোটিশ দেখান। কমিশন যদি সিদ্ধান্ত নেয় বিএলএ-২ থাকবে না, তখন অন্য সিদ্ধান্ত নেব আমরা।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...