Saturday, January 17, 2026

বিষ্ণুপুরের জিতের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, অভিনেতা মঞ্চ ছাড়তেই ভাঙচুর শুরু

Date:

Share post:

৩৮তম বিষ্ণুপুর মেলায় (Bishnupur Mela) সুপারস্টার অভিনেতা জিতের (Jeet) অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা। টলিউড তারকাকে দেখতে ভিড় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ উদ্যোক্তারা। উপস্থিত দর্শকরা সোজা মঞ্চে চলে আসেন। সময়ের আগেই অনুষ্ঠান শেষ করে বেরিয়ে যান সুপারস্টার। এরপরই শুরু হয় ভাঙচুর, তান্ডব। সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চের সামনে থাকা চেয়ার ছুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়। একাধিক দোকানে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রাঢ় বাংলার কুটির শিল্প, পর্যটন ও সংস্কৃতিকে তুলে ধরতে ২৩ ডিসেম্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হয়েছে জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলা। প্রথম দিন থেকেই মেলায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। কিন্তু শনিবার রাতে আচমকা পরিস্থিতি বদলে গেল।যদুভট্ট মঞ্চে আয়োজন করা হয়েছিল জিৎ-সহ অন্যান্য শিল্পীদের নাচ-গানের অনুষ্ঠান। সূচি মেনে রাত সাড়ে আটটা নাগাদ অনুষ্ঠান শুরু করেন টলিউডের ‘বস’। এরপরই ভিড় বাড়তে শুরু করে। সামাল দিতে ব্যর্থ হয় নিরাপত্তারক্ষীরা। রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। মূহূর্তেই অনুষ্ঠানস্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ছিড়ে ফেলা হয় মঞ্চস্থলে থাকা একাধিক ব্যনার ও ফ্লেক্স। ভাঙচুর করা হয় প্রবীণ নাগরিক ও মহিলাদের বসার জন্য নির্দিষ্ট জায়গার চেয়ারও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। কারা ঝামেলা পাকালো তা খতিয়ে দেখছে পুলিশ। কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর মিলেছে। যদিও এই ঘটনার জেরে মূল অনুষ্ঠানে কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন মেলা উদ্যোক্তারা।

 

spot_img

Related articles

মুর্শিদাবাদের মৃতের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরি রাজ্যের: জানালেন অভিষেক, চালু পরিযায়ী শ্রমিকদের হেল্প লাইন

ঝাড়খণ্ডে মৃত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের পরিবারে পাশে রাজ্য সরকার। শুক্রবার, বহরমপুর থেকে সাফ জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বিজেপির ‘ডামি’ অধীরকে তুলোধনা অভিষেকের! মুর্শিদাবাদে টার্গেট ২২-০

বহরমপুরে জনসমুদ্রে ভেসে রোড-শো করে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী তুলোধনা করলেন তৃণমূলের (TMC)...

SIR-এ থাকবে মতুয়াদের ভোটাধিকার? এবারেও সংশয় কাটল না মোদির ভাষণে, কটাক্ষ তৃণমূলের

নদিয়ার তাহেরপুরের ভার্চুয়াল সভা থেকে মেলেনি। রাজ্যে এসআইআর পরিস্থিতি পর্যায়ে প্রথমবার জনসভায় তেমন কোনও ইঙ্গিত মেলার অপেক্ষা করেছিলেন...

বেলডাঙার অশান্তিতে উস্কানি বিজেপি আর গদ্দারের! বিস্ফোরক অভিষেক, প্ররোচনায় পা না দেওয়ার আর্জি

বহরমপুরে রোড শো থেকে বেলডাঙার অশান্তি নিয়ে একতিরে বিজেপি ও হুমায়ুন কবীরকেও তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...