হার দিয়েই কোচিং কেরিয়ারে অভিষেক হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)।দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেডকোচের ভূমিকাতে শনিবার অভিষেক হয়েছে মহারাজের। কিন্তু প্রথম ম্যাচে হেরেছে তাঁর দল।খেলার পরিস্থিতি যাই হোক না কেন সবসময় ইতিবাচক থাকার থাকার মহারাজকীয় মন্ত্রটা সৌরভ দিয়েছেন নিজের টিমের সদস্যদের।

কোচ হিসাবে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে সৌরভ(Sourav Ganguly) বলেছেন, “দারুন একটা অনুভূতি। এর আগে দিল্লি ক্যাপিটালসে ডিরেক্টর অব ক্রিকেট ছিলাম। তবে দায়িত্ব আলাদা ছিল। এবারের দায়িত্বটা সম্পূর্ণ আলাদা। আমি খুব এক্সসাইটেড। ভারতীয় দলে যখন সুযোগ পেয়েছিলাম, সেই একই রকম অনুভূতি হচ্ছে। আমাদের দল যথেষ্ট ভালো। আগামী তিন বছরের জন্য টিম করতে হত। সেই কথা মাথায় রেখে টিম করা হয়েছে।”

ক্রিকেটার নাকি কোচ কোন পদের দায়িত্ব সামলানো বেশি কঠিন? উত্তরে সৌরভ বলেন, দু’টো সম্পূর্ণ আলাদা। ক্রিকেটার হিসাবে নিজেকে মাঠে নেমে পারফর্ম করতে হত। কোচের কাজটা মাঠের বাইরে। প্রস্তুতি থেকে শুরু করে স্ট্র্যাটেজি তৈরি করা সব কিছু। কিন্তু ম্যাচে তো ক্রিকেটারদের পারফর্ম করতে হবে।” আগামী দিনে তাঁর দলের শক্তি যে আরও বাড়বে সেটা উল্লেখ করে সৌরভ বলেন, “রাসেল দু’টো ম্যাচ পর চলে আসবে। তখন টিমের শক্তি আরও বেড়ে যাবে।”
–

–

–

–

–



