Saturday, January 17, 2026

বছরের শেষ রবিবারে পিকনিক মুডে বাংলা, ভিড় বাড়ছে চিড়িয়াখানায়-ইকোপার্ক -ভিক্টোরিয়ায়

Date:

Share post:

হাতে আর মাত্র তিন দিন, তারপরেই বিদায় জানাতে হবে ২০২৫-কে। চলতি বছরের এটাই শেষ রবিবার। তাই ছুটির মেজাজে বর্ষশেষের আনন্দ চুটিয়ে উপভোগ করতে সকাল থেকে উপচে পড়া ভিড় বাংলার সব পর্যটন কেন্দ্র (Tourist spot) থেকে মহানগরীর বিনোদন পার্কগুলোতে। বাঁকুড়ার বিষ্ণুপুর (Bishnupur) থেকে আরামবাগের গড়মান্দারণ, শৈল শহরে পিকনিক থেকে সুন্দরবনের (Sundarban)লঞ্চ ভ্রমণ রবিবার সকাল থেকেই আনন্দ হুল্লোড়ে ব্যস্ত বাঙালি। ঘড়ির কাঁটা সাড়ে দশটা ছুঁতেই ডোরাকাটার দেখা মিলল আলিপুর চিড়িয়াখানায় (Alipur Zoological Garden)। উচ্ছ্বসিত কচিকাঁচা থেকে বয়স্করাও।

পঁচিশে ডিসেম্বর থেকেই এক সপ্তাহব্যাপী বড়দিনের ছুটি (Christmas Festival Time) উপভোগ করছেন স্কুল কলেজের পড়ুয়ারা। তাই প্রত্যেকটা দিনই ঘুরতে যাওয়া আর আনন্দ করার জন্য বরাদ্দ। সঙ্গে যোগ্য দোসর হয়েছে শীতের নিম্নমুখী পারদ। এদিন সকালে ভিক্টোরিয়ার সামনের ছবিটা অন্যান্য দিনের থেকে একদম আলাদা। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন। সাতসকালে বসে গেছে ফুচকার স্টল। ইকো পার্কের (Eco Park) চার নম্বর প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলে মাঠ জুড়ে বসে থাকা সববয়সী মানুষের ভিড় বুঝিয়ে দিচ্ছে এটাই পিকনিকের আদর্শ সময়। কেউ প্রাতরাশে লুচি আলুর দম বাড়ি থেকে নিয়ে এসেছেন, কেউ আবার ভরসা রাখছেন কেক -পেস্ট্রি-ডিম-কলায়।

বাংলার বিভিন্ন জেলায় পর্যটন কেন্দ্রে বাসে করে পিকনিক করতে যাচ্ছেন বহু মানুষ। ভিড় বাড়ছে বাঁকুড়া-পুরুলিয়ায়। শীতের মেজাজে হাঁড় কাঁপানো ঠান্ডা উপভোগ করতে করতে চড়ুইভাতির মাংস রান্না চলছে দার্জিলিঙেও। সুন্দরবনের লঞ্চগুলোতেও উপচে পড়া ভিড়। সকলেই বলছেন এ বছরে অনেক পাওয়া না পাওয়ার হিসেব দূরে সরিয়ে রেখে এ শুধু খুশির দিন, এ লগন আনন্দ করার।

 

spot_img

Related articles

ভিড়ের মাঝেই অসুস্থ কর্মী! অভিভাবকের মতো আগলালেন অভিষেক

সভায় ঝাঁঝাঁলো ভাষণের মাঝে এক অনুগামীর অসুস্থতা চোখ এড়ায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিভাবকের মতোই তাঁকে আগলালেন। বহরমপুরের মঞ্চে তখন...

ভুল না পরিকল্পিত! কেন্দ্রীয় আইনমন্ত্রীকে উত্তরীয় পরালেন না মুখ্যমন্ত্রী

মণীশ কীর্তনীয়া বাংলার প্রতি এতটুকু অপমান তিনি কোনোদিন মেনে নেননি আর কখনও নেবেনও না। শনিবার ফের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...

এসআইআর-এর চাপ! নন্দীগ্রাম-ইলামবাজারে গণইস্তফা বিএলওদের 

এসআইআর পর্বে দুর্ভোগ শুধু ভোটারদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বাড়ছে বুথ লেভেল অফিসারদের (বিএলও) মধ্যেও। নির্বাচন কমিশনের তরফে প্রতিনিয়ত...

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা, আহত ৩

অনিয়ন্ত্রিত গতির জেরে ফের একবার দুর্ঘটনা মা উড়ালপুলে। নিয়ন্ত্রণ হারিয়ে রুবির দিক থেকে আসা একটি গাড়ি প্রথমে ডিভাইডার...