Sunday, January 18, 2026

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে সোমে নির্বাচন কমিশনে তৃণমূল 

Date:

Share post:

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে আগামিকাল অর্থাৎ সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। ভোটার তালিকা সংশোধন ও শুনানি প্রক্রিয়া নিয়ে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে কমিশনের সামনে তিনটি মূল প্রশ্ন রাখবে তৃণমূল। পাশাপাশি ভোটার তালিকায় থাকা বিভিন্ন ত্রুটি ও হয়রানির অভিযোগেও কমিশনকে চেপে ধরার প্রস্তুতি নিয়েছে দল।

তৃণমূলের প্রথম প্রশ্ন, বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে যদি ভোট গ্রহণ করা সম্ভব হয়, তবে তাঁদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে না কেন। যাঁরা শারীরিক ভাবে চলাফেরা করতে অক্ষম, তাঁদের কেন দূরদূরান্তের শুনানি কেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছে— এই নিয়েই আপত্তি তুলবে প্রতিনিধিদল। বয়স্ক ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হবে।

দ্বিতীয় প্রশ্নে তৃণমূল জানতে চাইবে, শুনানিতে বিএলএ-২দের উপস্থিতি নিয়ে কেন স্পষ্ট নির্দেশিকা নেই। যদি বলা হয় যে বিএলএ-২রা শুনানিতে থাকতে পারবেন না, তবে তার লিখিত নোটিশ দেখাতে বলবে দল। তৃণমূলের দাবি, এই সংক্রান্ত বিষয়গুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হচ্ছে, মৌখিক নির্দেশ মানা হবে না।

তৃতীয় প্রশ্নে পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ তুলে কমিশনের কাছে ব্যাখ্যা চাইবে তৃণমূল। কেন তাঁদের শুনানির জন্য ডেকে আনা হচ্ছে, তার বিজ্ঞপ্তি দেখাতে বলা হবে। কোন আইনের ভিত্তিতে তাঁদের তলব করা হচ্ছে এবং কেন ভার্চুয়াল শুনানির ব্যবস্থা রাখা হচ্ছে না— সেই প্রশ্নও তোলা হবে।

এই তিনটি মূল প্রশ্ন ছাড়াও ভোটার তালিকায় একাধিক অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সামনে সরব হবে তৃণমূলের প্রতিনিধিদল। দলীয় নেতৃত্বের মতে, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং সাধারণ ভোটারদের হয়রানি বন্ধ করতেই এই বিষয়গুলি নিয়ে কমিশনের কাছে জবাবদিহি চাওয়া হবে।

আরও পড়ুন – বাদ পড়তে পারেন তারকা ক্রিকেটার, একদিনের দল নিয়েও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...