Monday, December 29, 2025

মহানগরীতে মদ্যপ মহিলা যাত্রী, বেসামাল তরুণীকে নিরাপদে বাড়ি পৌঁছে মন জিতলেন ক্যাবচালক 

Date:

Share post:

এটাই বাংলা, এটাই কলকাতা। দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর। এই শহরে মহিলারা মধ্যরাতেও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন। এই শহরে মদ্যপ মহিলা যাত্রীকে (drunk woman passenger)নিরাপদে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে যেন সেই কথা আবার প্রমাণ করে দিলেন কলকাতার এক ক্যাব চালক (cab driver)। রবিবার রাত থেকেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। চালকের ব্যবহার ও দায়িত্ববোধকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কলকাতার এক ক্যাব চালকের গাড়িতে পিছনের সিটে বসেছেন তরুণী। উঠে থেকে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। শুধু তাই নয় ওই যাত্রী বলেন, “কাকু আমি মদ্যপ। আপনি আমাকে বাড়ি পৌঁছে দেবেন তো?” তরুণী বারবার উত্তেজিত হয়ে পড়লেও শান্তভাবে জবাব দেন ক্যাবচালক। যাত্রীকে “বেটা” সম্বোধন করে নিরাপদে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। তরুণী তাঁর মাকে ফোন করলে তাকেও এই একই কথা জানান ওই চালক। এমনকি ওই মুহূর্তে তিনি কোন রাস্তায় রয়েছেন সেই লোকেশনটাও জানিয়ে দেন।গাড়ির ড্যাশক্যামে রেকর্ড হওয়া এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গন্তব্যে পৌঁছে তরুণীর মাকে ফোনে না পাওয়ায় তাকে একেবারে রুম পর্যন্ত পৌছে দিয়ে আসেন ওই চালক। তাঁর ব্যবহারে মুগ্ধ সোশ্যাল মিডিয়া। আজকের যুগে যেখানে মহিলাদের উপর নির্যাতন আর হেনস্থার খবর প্রতিমুহূর্তে শিরোনাম হয়ে উঠে আসছে সেখানে কলকাতার বুকে এমন ঘটনা ফের প্রমাণ করে দিল এটা বাংলা, কোনও ডবল ইঞ্জিন রাজ্য নয় যে সেখানে মহিলারা অসুরক্ষিত থাকবেন। ক্যাবচালকের দায়িত্ববোধ এবং মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। রাস্তাঘাটে অচেনা মানুষকে বিশ্বাস করে অনেকেই ঠকে যান, বিশেষ করে মহিলারা লালসার শিকার হন। কিন্তু এই ঘটনা বুঝিয়ে দিল এই শহর মহিলাদের সম্মান করে। তাই কলকাতা দেশের মধ্যে নিরাপদতম শহর।

 

spot_img

Related articles

তাড়িয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত, পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

স্থানীয় বিজেপি সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখা না করে তাড়িয়ে দিয়েছেন। অথচ রাজনৈতিক মতভেদের উর্ধ্বে...

উন্নাও ধর্ষণ: সুপ্রিম কোর্টে জামিন খারিজ সেঙ্গারের, নির্যাতিতাকে আইনি সহযোগিতার বার্তা

দিল্লি হাই কোর্টের জামিনের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। উন্নাও ধর্ষণকাণ্ডে সিবিআই-এর করা মামলায় সুপ্রিম কোর্টে...

ক্যানিংয়ে MLA কাপ ফাইনাল ঘিরে বিশৃঙ্খলা, শিশুসহ আহত ৭!

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেডিয়ামে এমএলএ কাপের ফাইনালে (MLA Cup in Canning Stadium) চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ে ঠাসা স্পোর্টস...

সোমে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে, তুষারপাতে বর্ষবরণের সম্ভাবনা উত্তরে!

বছর শেষ হতে আর মাত্র দু দিন বাকি, কিন্তু শীতের ইনিংস এখনও বেশ কয়েকদিন চলবে। সোমবার সকালে কলকাতার...