এটাই বাংলা, এটাই কলকাতা। দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর। এই শহরে মহিলারা মধ্যরাতেও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন। এই শহরে মদ্যপ মহিলা যাত্রীকে (drunk woman passenger)নিরাপদে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে যেন সেই কথা আবার প্রমাণ করে দিলেন কলকাতার এক ক্যাব চালক (cab driver)। রবিবার রাত থেকেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। চালকের ব্যবহার ও দায়িত্ববোধকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কলকাতার এক ক্যাব চালকের গাড়িতে পিছনের সিটে বসেছেন তরুণী। উঠে থেকে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। শুধু তাই নয় ওই যাত্রী বলেন, “কাকু আমি মদ্যপ। আপনি আমাকে বাড়ি পৌঁছে দেবেন তো?” তরুণী বারবার উত্তেজিত হয়ে পড়লেও শান্তভাবে জবাব দেন ক্যাবচালক। যাত্রীকে “বেটা” সম্বোধন করে নিরাপদে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। তরুণী তাঁর মাকে ফোন করলে তাকেও এই একই কথা জানান ওই চালক। এমনকি ওই মুহূর্তে তিনি কোন রাস্তায় রয়েছেন সেই লোকেশনটাও জানিয়ে দেন।গাড়ির ড্যাশক্যামে রেকর্ড হওয়া এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গন্তব্যে পৌঁছে তরুণীর মাকে ফোনে না পাওয়ায় তাকে একেবারে রুম পর্যন্ত পৌছে দিয়ে আসেন ওই চালক। তাঁর ব্যবহারে মুগ্ধ সোশ্যাল মিডিয়া। আজকের যুগে যেখানে মহিলাদের উপর নির্যাতন আর হেনস্থার খবর প্রতিমুহূর্তে শিরোনাম হয়ে উঠে আসছে সেখানে কলকাতার বুকে এমন ঘটনা ফের প্রমাণ করে দিল এটা বাংলা, কোনও ডবল ইঞ্জিন রাজ্য নয় যে সেখানে মহিলারা অসুরক্ষিত থাকবেন। ক্যাবচালকের দায়িত্ববোধ এবং মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। রাস্তাঘাটে অচেনা মানুষকে বিশ্বাস করে অনেকেই ঠকে যান, বিশেষ করে মহিলারা লালসার শিকার হন। কিন্তু এই ঘটনা বুঝিয়ে দিল এই শহর মহিলাদের সম্মান করে। তাই কলকাতা দেশের মধ্যে নিরাপদতম শহর।

–
–

–

–

–

–

–

–


