Tuesday, January 20, 2026

‘হোক কলরব’ সংলাপে বাংলার বিপ্লবীকে অপমান! রাজের নতুন ছবির টিজারে বিতর্ক

Date:

Share post:

নতুন বছরে বড়পর্দায় নতুন সিনেমা নিয়ে আসতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বড়দিনে মুক্তি পেয়েছে তার টিজার। সিনেমার নাম ‘হোক কলরব’ (Hok Kolorob)। এ ছবি যে পুলিশ বনাম ছাত্র বিক্ষোভের গল্প তুলে ধরবে তার আভাস মিলেছে প্রথম ঝলকে। কিন্তু তার সঙ্গে জুড়েছে বিতর্কও। সিনেমায় আইপিএস অফিসারের ভূমিকায় ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। টিজারের এক দৃশ্যে উর্দি গায়ে অভিনেতাকে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!” ব্যাস এখান থেকেই বিতর্ক শুরু। অনেকের মতে এই সংলাপের মধ্যে দিয়ে বাংলার বিপ্লবীকে অপমান করেছেন রাজ! জোর আলোচনা টলিপাড়া থেকে নেটভুবন সর্বত্র।

আজ থেকে প্রায় এগারো বছর আগে ঠিক যে শব্দবন্ধের জেরে উত্তাল হয়েছিল রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সেই স্লোগানকে এবার সিনেমার টাইটেলে ব্যবহার করেছেন বিধায়ক- পরিচালক। আগামী ২৩ জানুয়ারি মুক্তি ভাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Gangopadhyay) প্রযোজিত ‘হোক কলরব’। ছাত্র রাজনীতির গল্প নিয়ে যতটা উন্মাদনার পারদ চড়েছিল, এক সংলাপের বিতর্কে পুরো ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় নিয়েছে। যাঁর মুখে এই ডায়লগ সেই শাশ্বত এই দিয়ে বিস্তারিত মন্তব্যে নারাজ। তাঁর কথায়, চিত্রনাট্য অনুযায়ী পরিচালক তাঁকে যেটা করতে বলেছেন তিনি সেটাই করেছেন বা বলেছেন। অগত্যা পরিচালক মশাইয়ের যুক্তিটাও শোনা দরকার। কিন্তু তিনি (Raj Chakraborty) ফোনে সাড়া দিচ্ছেন না। রাজপত্নীর সঙ্গেও কোনভাবে যোগাযোগ করা যাচ্ছে না।

কেউ প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের মৌনতা নিয়ে, কেউ আবার বলছেন বাংলা সংস্কৃতিকে অপমান করা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। দেশের জন্য হাসিমুখে ফাঁসির দড়ি পরেছিলেন ক্ষুদিরাম বোস। আর সেই বঙ্গমণীষীর নাম জড়িয়ে বাংলা সিনেমাতেই এহেন সংলাপ, মেনে নিতে পারছেন না অনেকেই। এর আগে রাজের ‘প্রলয়’ ও ‘আবার প্রলয়’ সিনেমায় দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে শাশ্বতর মুখ দিয়ে অনেক রগরগে ডায়ালগ বলানো হয়েছে। তাতে দর্শক বেশ মজাই পেয়েছেন। কিন্তু এবার ‘ক্ষুদিরাম’ নাম জড়িত থাকায় বিষয়টা বিতর্কের আকার নিয়েছে। পরিচালক মশাই (Raj Chakraborty) এই বিষয়ে কিছু বলেন কি না এখন সেটাই দেখার।

 

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...

সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

'সুপ্রিম' নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয়...