ইগো আছে এমন লোক দলে রাখব না। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে কড়া বার্তা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেখান থেকে দলীয় কর্মীদের উদ্দেশে বললেন, “এখানের দলের সভাপতি আর চেয়ারম্যানকে বলছি। এখানে ইগো থাকলেই এক দিনে বাদ দিয়ে দেব।”

আগেই মমতা নির্দেশ দিয়েছিলেন, এখন পিকনিক-ফিকনিক হবে না। যা হবে সব নির্বাচনের পরে। এদিন সভা থেকে ফের দলীয়-নেতাকর্মীদের এই বার্তা দেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তাঁর কথায়, “বিএলএ, বিএলএ ২ ক্যাম্প করে বসে থাকুন। এলাকা ছাড়বেন না। যে ৫৭ জন মারা গেছে তাদের নামে সব জেলায় শহিদ বেদি হবে। ইয়াং জেনারেশনদের যারা নতুন ভোটার (Voter) তাদের ফর্ম ফেলে রাখা হচ্ছে। নজর রাখুন। বাংলায় কিছু হলে হইচই। আর ইউপিতে হলে মাটিচাপা, ধামাচাপা?”
আরও খবর: AI দিয়ে ৫৪ লক্ষ নাম বাদ! কমিশনকে নিশানা মমতার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন: শাহকে তোপ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, চোখ কান খোলা রাখতে হবে। তাঁর সংযোজন,”আমাদের লোকেরা অন্যায় করলে আমি ছাড়ি না। এরপরই বিজেপিকে নিশানা করে দলনেত্রী বলেন, “তোমাদের লোকেরা কিভাবে ছাড়া পাচ্ছে।”
দলীয় কর্মীদের মমতার নির্দেশ, “উন্নয়নের পাঁচালিতে যা যা বলা হয়েছে তা গিয়ে প্রচার করুন।”

–

–

–

–

–

–


