আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক আবাসনের মধ্যেই ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তালিকা অনুযায়ী রাজ্যের শতাধিক আবাসনে বুথ বসানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয় নিয়ে রাজ্যের আট জন জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। কমিশন সূত্রের খবর, আবাসনের মধ্যে যে বুথগুলি তৈরি করা হবে, সেগুলি আকার, পরিকাঠামো এবং সুযোগ-সুবিধার দিক থেকে অন্যান্য সাধারণ বুথের মতোই হবে।

নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে অন্তত শতাধিক আবাসনে বুথ বসানোর পরিকল্পনা করা হয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই মোট কতগুলি আবাসনে কতগুলি বুথ তৈরি হবে, তার চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, রাজনৈতিক দলগুলির আপত্তি থাকতেই পারে। কিন্তু ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে যেখানে বুথ তৈরি করা প্রয়োজন বলে কমিশন মনে করবে, সেখানে সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কমিশন সূত্রের মতে, ভোটারদের যাতায়াতের অসুবিধা কমানো এবং ভোটদানে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন- এলটিসি সফরে বড় ছাড়, আন্দামান যেতে বিমানযাত্রার অনুমতি রাজ্য কর্মচারীদের

_

_

_

_

_

_
_


