Thursday, January 22, 2026

মৃত্যুতে অভিযুক্ত জ্ঞানেশ: FIR-এর তদন্তের ‘হুঁশিয়ারি’ নির্বাচন কমিশনের!

Date:

Share post:

নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর ঘোষণায় রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে কেউ ভোটার, কেউ বিএলও। মৃত্যুতে পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar, CEC), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের (Manoj Agarwal, CEO) বিরুদ্ধে। মৃতদের পরিবারকে কোনও উত্তর দিতে না পেরে এবার অভিযোগের তদন্তে নামছে নির্বাচন কমিশন, বিবৃতি জারি করে জানালো সিইও দফতর (CEO, West Bengal)।

সম্প্রতি পুরুলিয়ায় এক ব্যক্তি এসআইআর-এর শুনানিতে (SIR hearing) ডাক পাওয়া আত্মহত্যা করেন। তাঁর পরিবার সিইসি জ্ঞানেশ কুমার ও সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। এর আগেও এক বিএলও-র মৃত্যু নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয় এই দুই আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ নিয়ে নীরব ছিল নির্বাচন কমিশন। এবার এই সব অভিযোগকে সাজানো, পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছে রাজ্যের সিইও দফতর।

সিইও দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে দাবি করা হয়েছে, এই ধরনের অভিযোগ পূর্ব পরিকল্পিত, ভিত্তিহীন ও ২০২৬ সালে এসআইআর (SIR) পরিচালনায় নিজেদের দায়িত্ব পালন করা অধিকারিকদের প্রতি চোখ রাঙানির সামিল। সেই সঙ্গে দাবি করা হয়, ভোট প্রক্রিয়াকে হুমকির মুখে রেখে তা বিপথে চালিত করার এই প্রক্রিয়া অবশ্যম্ভাবীভাবে বিফল হবে।

আরও পড়ুন : ভোটারদের হেনস্থা নিয়ে কমিশনকে কড়া বার্তা, জনস্বার্থ মামলায় হুঁশিয়ারি দেশ বাঁচাও গণমঞ্চের

শুধুমাত্র এখানেই থামেনি নির্বাচন আধিকারিকের দফতর। অভিযোগকারীদের রীতিমত হুমকির সুরে দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরপর এবং সাজানো এই সব অভিযোগের পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে তা খুঁজে বের করতে কোনও পথে তদন্ত বাকি রাখবে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জনস্বার্থে কাজ করছে, এমন দাবি করার পরেও মৃত্যু নিয়ে কোনও ধরনের দুঃখপ্রকাশের বার্তা সেই বিবৃতিতে নেই। শুধুমাত্রই অভিযোগের তীরে এসে পিঠ বাঁচানোর চেষ্টা সিইও-র বিবৃতিতে।

spot_img

Related articles

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...